সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / মিরসরাই হোপ মা ও শিশু হাসপাতাল কতৃপক্ষের সাথে মিরসরাই সিএনজি চালক সমিতির মতবিনিময় সভা অনুষ্টিত

মিরসরাই হোপ মা ও শিশু হাসপাতাল কতৃপক্ষের সাথে মিরসরাই সিএনজি চালক সমিতির মতবিনিময় সভা অনুষ্টিত

জহিরুল ইসলাম,সীতাকুণ্ড টাইমসঃ
মিরসরাই হোপ মা ও শিশু হাসপাতালের কতৃপক্ষের সাথে মিরসরাই সিএনজি চালক সমিতির মতবিনিময় সভা অনুষ্টিত।
মিরসরাই উপজেলার ১৬ টি ইউনিটের সিএনজি চালক সমিতির নেতৃবৃন্দদের সাথে হোপ মা ও শিশু হাসপাতালের কতৃপক্ষের সাথে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। হোপ মা ও শিশু হাসপাতালের ডাইরেক্টর ও মিরসরাই সিএনজি চালক সমিতির উপদেষ্টা মিরসরাই পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র শাখের ইসলাম রাজু সহ হোপ হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক খালেদা আক্তার এবং ডাক্তার রজ্ঞন কুমার সিংহ উপস্থিতিতে ১০ জুন বুধবার দুপুর ১২ টায় হোপ হাসপাতালের কনফারেন্স রুমে এ মত বিনিময় সভায় মিরসরাই উপজেলার সিএনজি ঐক্যপরিষদের নেতৃবৃন্দরা, ১৬টি ইউনিটের সিএনজি চালক সমিতির সভাপতি, সম্পাদক বৃন্দরা, সিএনজি ড্রাইভারেরা উপস্থিত ছিলেন। এ সময় ডাক্তার কুমার সিংহ বলেন, প্রসুতি মায়েদের সন্তান প্রসবকালীন সময়ে আপনারা অবশ্যই হাসপাতালে নিয়ে আসবেন। অনেক সময় বাড়ীতে গর্ববতি মায়েদের সন্তান প্রসবকালীন ধাত্রীদের সামান্য ভূলের কারনে নবজাতক শিশুর মস্তিষ্কে সমস্যা, বিকলাঙ্গ সহ বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে। যা সারা জীবন আপনাদের সন্তানকে বহন করতে হবে। ব্যাবস্থাপনা পরিচালক খালেদা আক্তার বলেন, হোপ মা ও শিশু হাসপাতালে গর্ববতি মায়েদেরকে ভর্তি দেওয়ার পর ডাক্তার প্রথমে নরমা ডেলিভারি করার চেষ্টা করেন। বিশেষ কোন সমস্যা থাকলে এ ক্ষেত্রে সিজার করা হয়। নরমাল ডেলিভারি ক্ষেত্রে আমাদের হাসপাতালের দীর্ঘদিনের একটা সুনাম রয়েছে। তাছাড়া এ হাসপাতালের অভ্যান্তরে পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশে সর্বোচ্ছ সেবার মান নিশ্চিত করতে আমরা সব সময় বদ্ধপরিকর। সিএনজি সমিতির উপদেষ্টা ও হাসপাতালের ডাইরেক্টর শাখের ইসলাম রাজু ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিটের সভাপতি, সম্পাদকদের এবং ড্রাইভারদের উদ্দেশ্যে বলেন, এ হাসপাতালে মিরসরাই উপজেলার সকল সিএনজি চালকদের জন্য ২০% বিশেষ ছাড় দেওয়া হবে। তিনি আরো বলেন, আমি মিরসরাই সিএনজি চালক সমিতির উপদেষ্টা হিসেবে অাপনাদেকে বলবো এ হাসপাতালকে আপনারা নিজেদের হাসপাতাল মনে করবেন। আমি সাধ্যমত মত আপনাদেরকে সহযোগীতা করার চেষ্টা করবো। এ সময় সিএনজি ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দীন, সাধারন সম্পাদক মফিজুর রহমান ভূইয়া ও ইমাম হোসেন সোহেল এবং মিরসরাই উপজেলার চালক সমিতির সকল ইউনিয়নের সভাপতি সম্পাদক বৃন্দ সহ সিএনজি ড্রাইভারেরা বলেন, আমরা সিএনজি করে প্রত্যান্ত গ্রামাঞ্চল থেকে হাসপাতালে রোগী আনতে হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পাড় হয়ে অাসতে হয়। এ ক্ষেত্রে অনেক সময় পুলিশ কতৃক সিএনজি আটক সহ নানারকম হয়রানিতে পড়তে হয়। এ সব বিষয়ে সমিতির উপদেষ্টার দৃষ্টি অাকর্ষন করলে তিনি বলেন, গ্রামাঞ্চলের দূরদূরান্ত থেকে হাসপাতালে রোগী আনার একমাত্র মাধ্যম হলো সিএনজি। তাই আমি মনে করি পুলিশকে বুঝিয়ে বললে হয়রানি করার কথা নয় এরপরও প্রয়োজনে প্রশাসনকে বিষয়টি অবগত করবে বলে তাদেরকে অাশ্বস্থ করেন। মতবিনিময় শেষে চালকদেরকে মাক্স বিতরন সহ উপস্থিত সকলের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন। হাসপাতালের ডাইরেক্টর ও সিএনজি সমিতির উপদেষ্টা করোনা মহামারিতে ও সিএনজি ঐক্যপরিষদের নেতৃবৃন্দরা ও সিএনজি চালক মমিতির বিভিন্ন ইউনিটের সভাপতি, সম্পাদকেরা এবং ড্রাইভারদেরকে হোপ মা ও শিশু হাসপালের ডাইরেক্টর ও সিএনজি সমিতির উপদেষ্টা শাখের ইসলাস রাজু তাদেরকে সন্মানিত করায় এবং তাদের পরিবারে সদস্যদের জন্য চিকিৎসা সুবিধা দেওয়ার আসস্থ করায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তাছাড়া বর্তমানে দেশে চলমান করোনা ঝুকিতে যেখানে অনেক বেসরকারী হাসপাতাল কতৃপক্ষ বন্ধ করে দিয়েছে সেখানে জীবনের ঝুঁকি মিরসরাই হোপ মা ও শিশু হাসাপাতালে রাতদিন ২৪ ঘন্টা মিরসরাই এলাকার সাধারন জনগনকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে বলে সিএনজি সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *