সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / মিরেরহাটে অগ্নিকান্ডে বসত-বাড়ি পুড়ে ছাই

মিরেরহাটে অগ্নিকান্ডে বসত-বাড়ি পুড়ে ছাই

মুসলেহ উদ্দীন,সীতাকুণ্ড টাইমস ঃ সীতাকুন্ড মিরেরহাটে একটি বাড়িতে বিদ্যুৎ শর্টসার্কিটে হয়ে বসত-বাড়ি পুড়ে গেছে।

জানা যায়, রাতে ১নং সৈয়দপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অাবুল হোসেনের নতুন বাড়িতে রাত ৩টার দিকে বিদ্যুৎ শর্টসার্কিট হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
এসময় অাগুন ধরার সঙ্গে সঙ্গে মুহুর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে, ঘরে থাকা মানুষজন পরিবারের সদস্যদের বাঁচাতে যখন ব্যস্ত হয়ে পড়ে,তখন অাগুন উত্তপ্ত হয়ে পুরো বাড়ি ছেঁয়ে যাই।

বাড়ির এক সদস্য হারুন বলেন’, হঠাৎ গভীর রাতে অাকষ্মিকভাবে দেখতে পাই বাড়িতে অাগুন ধরে গেচে। এ সময় অামরা পরিবারের সবাই বাইরে বের হয়ে যায়, অামার বৃদ্ধ মা, ঘরের শিশুদের নিরাপদে রেখে অামরা সবাই অাগুন নেভাতে অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।
অামাদের পুরাে বাড়ি পুড়ে চাঁই হয়ে গেছে।
তারা জানান; ঘরে থাকা গুরুত্বপুর্ণ জিনিষপত্রসহ সবকিছু পুড়ে গেছে, প্রায় ৮-১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, বসত বাড়ি পুড়ে এখন ভিটা মাটি ছাড়া আর কিছুই নেই বলে জানান বাড়ির সদস্যরা।

স্থানীয় মেম্বার নুরুদ্দীন জানান; অামরা খবর পেয়ে অাশপাশের সবাই ছুটে যাই তখন দেখতে পাই অাগুন পুরো বাড়ি ছেয়ে গেছে, সবাই চেষ্টা করেও অাগুন নেভানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন।

এ বিষয়ে সীতাকুন্ড ফায়ার সার্ভিস ডিফেন্স কর্মকর্তা তাশারফ হোসেন বলেন; গভীর রাতে খবর পাওয়ার সাথে সাথে অামরা সেখানে গিয়েছি, কিন্তুু তখনও ঘরগুলো অাগুনে পুড়ে অনেকটা ভুষ্মিভুত হয়ে গিয়েছে। এরপরও অামরা অনেক চেষ্টায় অাগুনকে নিয়ন্ত্রন করি, পরিবারের সদস্যদের নিরাপদ স্তানে নিতে সাহায্য করেছি। এছাড়াও অার্থিকভাবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *