সংবাদ শিরোনাম
Home / পৌর সংবাদ / শেখপাড়ার হাজারি রোডের মাথায় ট্রাকের চাপায় শিশুর মৃত্যু|| ইকোপার্ক এলাকায় এম্বুলেন্স টেক্সি সংঘর্ষে আহত ১৩ ||

শেখপাড়ার হাজারি রোডের মাথায় ট্রাকের চাপায় শিশুর মৃত্যু|| ইকোপার্ক এলাকায় এম্বুলেন্স টেক্সি সংঘর্ষে আহত ১৩ ||

পৌর প্রতিনিধি, ২৬ মে (সীতাকুন্ড টাইমস ডটকম)Sitakund Accident Pic-k-1
সীতাকুন্ডে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে এবং অপর দিকে ইকোপার্ক এলাকায় অপর সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে ১৩জন । স্থানীয় সূত্রে জানাযায় ২৬ মে রবিবার বিকাল ৫টায় শেখপাড়ার হাজারী  রাস্তার মাথায় সাদিয়া আকতার (৫) কে ঢাকা মুখী একটি ট্রাক ( নোয়াখালী ট- ০৫০০৮৯) চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। জনতা ট্রাকটি আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়। সীতাকুন্ড মডেল থানার এ এস আই তাপস চন্দ্র মিত্র জানায় ট্রাকের চাপায় নিহত সাদিয়া  শেখপাড়ার জয়নাল কাউন্সিলরের বাড়াটিয়া নুর মোস্তফার মেয়ে। স্থানীয় ছালাউদ্দিন জানায় সাদিয়া ইদিলপুর নার্সারীতে তার বাবাকে নাস্তা দিয়ে বাসায়া ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তিনি আরো জানায়  তারা দীর্ঘ দিন পর্যন্ত এখানে ভাড়া বাসায় থাকত। তাদের নিজ বাড়ী সন্ধীপে। Sitakund Accident Pic-K

এদিকে প্রায় একই সময়ে ইকোপার্ক গেইটে রোগীবাহী এ্যাম্বুলেন্স ও সিএনজি টেক্সীর মুখোমুখি সংঘর্ষে  একই পরিবারের ৮জনসহ মোট ১২ আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ঢালিপাড়াস্থ সাবপ্লাস সিএনজি ফিলিং ষ্টেশনের সামনে কুমিল্লা থেকে আসা চট্টগ্রাম মুখি রোগীবাহী একটি এ্যাম্বুলেন্স (নোয়াখালী-ছ-৭১-০০১৩) বিপরীত মুখি একটি সিএনজি (চট্টগ্রাম-থ-১১-১৮৭৮) মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুছড়ে গিয়ে উভয় গাড়ী উল্টে যায়। এসময় সিএনজি চালক কামরুজ্জামান(৪০), সিএনজি যাত্রী নাজিম উদ্দিন(৯), কহিনুর(৩২), ইলিয়াছ(৩০), আরব উল্লাহ(৬০) ও এ্যাম্বুলেন্সে থাকা কুমিল্লার নাঙ্গলকোট থানার দোলনখা গ্রামের একই পরিবারের আনোয়ারা বেগম(৫০), মোতালেব(৪৫), নোমান(২০), তবারুন নেছা(৪০), হারুন অর রশিদ(৫০)সহ মোট ১৩ জন আহত হয়। আহদের মধ্যে বেশির ভাগেরই অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে আহত আরব উল্লাহ সাংবাদিকদের বলেন, সীতাকু- স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তারদের হরতালের অজুহাতে অবহেলার কারণে আহতের অনেকেরই অবস্থা গুরুতর। কারণ ডাক্তাররা দূর্ঘটনার রোগী আসার সাথে সাথে চিকিৎসা না দিয়ে প্রায় ১ ঘন্টা পরে চিকিৎসা দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *