সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সংসার সাতকাহন || কাজী শেলী ||

সংসার সাতকাহন || কাজী শেলী ||

সীতাকুণ্ড টাইমস ঃ

সংসার সাতকাহন
****************
কাজী শেলী

বারো মাসে তেরো জ্বালা
বলছে গিন্নী
কর্তার হুংকার রাঁধো
ভাত বিন্নি।
মাছ রাঁধো গোস্ রাঁধো
আরো শাক-সব্জি
দুপুরে খাবো আমি
ডুবিয়ে কব্জি।
তেল নেই, চাল নেই
আছে চোখে জল
খাবারের বাহারে
জিব টলমল,
ঘর খালি দোর খালি,
খালি সব আওয়াজে,
হাত করে নিশপিশ
রাঁধুনির মেজাজে ,
ছেলে খাবে মেয়ে খাবে
আরো খাবে কর্তা
গিন্নী তাই বানাবে শুধু
আলু ভর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *