সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সন্দ্বীপে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

সন্দ্বীপে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম ইনসাফ, সন্দ্বীপ, চট্টগ্রামঃ
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ১৭ নভেম্বর, সকাল ১০টায় সন্দ্বীপস্থ কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে
অনুষ্ঠিত হয়।
প্রকল্পের সভাপতি সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাইন উদ্দীন মিশন এতে সভাপতিত্ব করেন ।

স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার শাহাজাহান বিএ।
বিশেষ অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান।

অর্ণব চাকমার সঞ্চালনায় কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন, প্রশিক্ষণ পর্ব পরিচালনা ও আগত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মোঃ হাসানুজ্জামান।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন সন্দ্বীপের সহকারী কমিশনার (ভূমি) মোঃ মইনউদ্দীন, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহম্মদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আজম, উপজেলা প্রকৌশলী রেজাউন নবী, উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা শামসুল আলম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দীন, কালাপানিয়া ইউপি চেয়ারম্যান আলিমুর রাজী টিটু, গাছুয়া ইউপি চেয়ারম্যান আবু হেনা, হরিশপুর ইউপি চেয়ারম্যান মাঃ আবুল কাশেম মোল্লা, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, আজিমপুর ইউপি চেয়ারম্যান মোঃ রকি, দীর্ঘাপাড় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন টিটু সহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, ব্যবসায়ী, সুশীল সমাজ প্রতিনিধি ও গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ। প্রশিক্ষণে ভোক্তা অধিকার আইন ২০০৯ বিশদ ভাবে আলোচনা করে জনগণকে সচেতন করতে প্রশিক্ষণার্থীদের ভুমিকার উপর গুরুত্ব প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *