সংবাদ শিরোনাম
Home / জাতীয় / || সাভার ট্র্যাজেডি : ১৭ দিন পর রেশমাকে জীবিত উদ্ধার ||

|| সাভার ট্র্যাজেডি : ১৭ দিন পর রেশমাকে জীবিত উদ্ধার ||

১০ মে (সীতাকুন্ড টাইমস ডটকম)- সাভারে ভবন ধসের ১৭ দিনের মাথায় ধ্বসংসস্তূপ থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া রেশমাকে উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় তাকে উদ্ধার করে এম্বুলেন্সে করে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে ভবন ধসের ৪০৮ ঘণ্টা পর রেশমার সন্ধান পায় উদ্ধারকর্মীরা।

সেনাবাহিনীর কন্ট্রোলরুমের দায়িত্বরত লেফটেন্যান্ট ইমরান বলেন,  বিকাল সাড়ে ৩টার দিকে ধসেপড়া ভবনের নিচতলায় রেশমার সন্ধান পাওয়া যায়। এরপর তাকে খাবার পানীয় ও অক্সিজেন সরবরাহ করা হয়। তার সন্ধান পাওয়ার পর উদ্ধারকাজে ভারী যন্ত্রের ব্যবহার বন্ধ করে দেয়া হয়। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের দল সর্বাত্মক চেষ্টা চালিয়ে দীর্ঘ এক ঘণ্টা পর অক্ষত অবস্থায় রেশমাকে উদ্ধারে সক্ষম হয়।

এর আগে শাহিনা নামে এক নারীকে উদ্ধারের জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন উদ্ধারকর্মীরা। হঠাৎ অগ্নিকান্ডের জন্য তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ধ্বংসস্তূপেই মারা যান শাহিনা। তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়ে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বেচ্ছাসেবক উদ্ধারকর্মী কায়কোবাদ।

উল্লেখ্য, ২৪ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত ৮ তলা শপিং কমপ্লেক্স রানা প্ল্লাজা ধসে বহু হতাহতের ঘটনা ঘটে। ভবনটির এক ও দুই তলায় মার্কেট, তিন তলার সামনে অংশে ব্র্যাক ব্যাংকের একটি শাখা এবং তিন থেকে আট তলা পর্যন্ত মোট পাঁচটি গার্মেন্টস কারখানা ছিল। ধসের আগের দিন এ ভবনটিতে ফাটল দেখা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *