সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / কিডনি রোগে আক্রান্ত সীতাকুণ্ডের জসিকে বাঁচাতে এগিয়ে আসুন

কিডনি রোগে আক্রান্ত সীতাকুণ্ডের জসিকে বাঁচাতে এগিয়ে আসুন

সীতাকুণ্ড টাইমস প্রতিবেদকঃ
আজ সুস্থ আছি, কাল নাও থাকতে পারি…
তাই বিবেকের তাড়নায় এগিয়ে আসি আমরা সকলেই. এভাবে সামাজিক সোশ্যাল মিডিয়ায় মানবিক আবেদন মানুষদের মন কেড়েছে।

সীতাকুণ্ড পৌরসভার ঈদিলপুর গ্রামের জেবল হোসেনের এক মাত্র পুত্র মোহাম্মদ ইমরুল হাসান (জসি)। তার দুইটি কিডনি অকেজো হয়ে গেছে
বর্তমানে ডাক্তার একটি কিডনি প্রতিস্থাপন করার জন্য বলেছে।
সম্প্রতি ভারত থেকে চিকিৎসা নিয়ে আসলেও কিডনি লাগানো ছাড়া বাঁচার কেন উপায় নাই।
যার জন্য আনুমানিক (১৫,০০,০০০) পনের লক্ষ টাকা খরচ হবে।
কিন্তু তার পরিবারের পক্ষে এতগুলো টাকা জোগাড় করা সম্ভব নয়।
তার অবুঝ দুইটা সন্তান, মা বাবা, স্ত্রী আছে।

সে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। মা বাবার স্বপ্ন পূরণে টানা ৭/৮বছর প্রবাস জীবনে কঠোর পরিশ্রম করছিল জসি। বিদেশের মাটিতেই
অসুস্থ হয়ে দেশে এসে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। বৃদ্ধ মা বাবা ছেলের চিকিৎসার জন্য ইতিমধ্যে জায়গা জমি বিক্রি করে চিকিৎসা খরচ চালুয়ে যাচ্ছে। বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।

তাই সমাজের বিত্তবান সকল ব্যক্তির প্রতি আকুল আবেদন আপনারা সাহায্যের হাত প্রসারিত করে একটি পরিবার কে বিপদের হাত থেকে বাঁচান।
সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ ঃ
মোহাম্মদ ইমরুল হাসান জসি ঃ ০১৮১১- ৮৮৪৭৪১.
০১৮১৯৮৩৪২১৫ কাজী মোঃ শওকত ইকবাল (মামা),
সাংবাদিক জাহাঙ্গীর আলম বিএসসি (ফুফাত ভাই)০১৮১২৩৮১৩১০,
বিকাশ নম্বরঃ ০১৮৫০৮৯২৫৮৬.
সবার কাছে তার জন্য অনেক অনেক দোয়া প্রার্থনা করেছে পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *