সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ডে একই পেঁয়াজের ভিন্ন ভিন্ন দর

সীতাকুণ্ডে একই পেঁয়াজের ভিন্ন ভিন্ন দর

এম কে মনির,সীতাকুণ্ড টাইমসঃ
বর্তমানে সারাদেশে আলোচিত পন্যটি হলো পেঁয়াজ।হঠাৎ করেই পেঁয়াজ তার ঝাঁঝ বাড়িয়েছে। তবে এই ঝাঁঝ কমানোর কোন ইচ্ছে বোধহয় নেই পেঁয়াজের।তাই দেশের সর্ব্বোচ্চ পর্যায় থেকে সর্বনিন্ম চারিদিকে চলছে পেঁয়াজের আলোচনা।কিছুতেই দাম নেমে আসছে না রান্নার এই নিত্য প্রয়োজনীয় মসলাটির।দেশের একেক অঞ্চলে একেক রকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। তবে কোথায়ও দুইশোর নিছে বিক্রি হতে দেখা যায়নি।অন্যদিকে চট্রগ্রামের বিভিন্ন আড়ৎে মজুদ করার পর পঁচে যাওয়া বস্তা বস্তা পেঁয়াজ কর্ণফুলি নদীতে ফেলে দেওয়ার ঘটনাও ঘটেছে।এতো কিছুর পরও দর পতনের নাম গন্ধও শুনছে না দেশের মানুষ।চট্রগ্রামের সীতাকুণ্ড বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে একই জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে বিভিন্ন দামে।ছোট আকারের পেঁয়াজ কেজি প্রতি ২০০ টাকা আর বড় আকারের পেঁয়াজ কেজি প্রতি ১৯০ টাকা বিক্রি হচ্ছে।তবে কোন দোকানে ২০০ টাকা আবার কোন দোকানে ২২০ টাকা, ২১০ টাকা দামেও বিক্রি হচ্ছে। দামের ভিন্নতা সম্পর্কে জানতে চাইলে দোকানদাররা বলেন প্রতি ঘন্টায় পেঁয়াজের দাম পরিবর্তন হচ্ছে।আড়ৎদাররা পেঁয়াজ ছাড়ছে না।এদিকে পেঁয়াজের দর নিয়ে জনজীবনে অস্থিরতা দেখা দিয়েছে। অনেকে রাগ করে পেঁয়াজও কিনছেন না বলে জানা গেছে।পেঁয়াজের এমন চড়া দামে পেঁয়াজ বিক্রিও কমে এসেছে।চতুর্দিকে রহস্য তৈরি হয়েছে পেঁয়াজকে নিয়ে।পেঁয়াজ খাওয়া ছেড়ে দেওয়া এবং বাড়িতে পেঁয়াজ চাজ শুরু করার কথাও জানান অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *