সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ডে দুই গ্রামের মানুষের ৫০ বছরের দুঃখ লাঘব, বাঁশের সাঁকো’র বদলে পেলো স্থায়ী সেতু

সীতাকুণ্ডে দুই গ্রামের মানুষের ৫০ বছরের দুঃখ লাঘব, বাঁশের সাঁকো’র বদলে পেলো স্থায়ী সেতু

নিজস্ব প্রতিনিধি | ১ মার্চ ২০২১ ইং

প্রায় ৫০ বছর ধরে বাঁশের সাকো দিয়ে পারাপার হতো চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের উত্তর বগাচতর ও দক্ষিণ বগাচতর গ্রামের ৩০ হাজার মানুষ। এই দুই গ্রামের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে বদরখালী খাল। পারাপারের জন্য এই খালের উপর ছিলনা কোন স্থায়ী সেতু।

অবশেষে এবার দুঃখ লাগব হলো দুই পারের মানুষের। চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ আলহাজ্ব দিদারুল আলমের পারিবারিক সেবামূলক প্রতিষ্ঠান মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে খালের উপর নির্মান করা হয় ১০৫ ফুট ষ্টিলের সেতু।

সোমবার সেটি উদ্বোধনের পর মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

এটি উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুইয়া, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলু, সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মন্জু, সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম ভুইঁয়া, সাধারন সম্পাদক নিজাম উদ্দীন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহমেদ, সাইদ মিয়া, মামুন কমিশনার, আলাউদ্দিন, জার্মান আওয়ামী লীগ বকুল ভুইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন, সাধারন সম্পাদক এস এম রিয়াদ জিলানী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মাষ্টার আবু বকর, ইউপি সদস্য মামুন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেজবা উদ্দিন রানা, আওয়ামী লীগ নেতা তৈয়ব বিএসসি, শহিদউল্লা, মান্নান মাষ্টার, মামুন, মোজাম, রিপন, বেলাল সওদাগর, জাহাঙ্গীর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *