সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ডে বেসরকারি শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ ও মিছিলঃ জাতীয়করণসহ ১১ দফা দাবি

সীতাকুণ্ডে বেসরকারি শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ ও মিছিলঃ জাতীয়করণসহ ১১ দফা দাবি

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ে শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির ঘোষিত আন্দোলন বাস্তবায়নে সীতাকুণ্ড মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষকবৃন্দ ক্লাসে না গিয়ে তাদের দাবী আদায়ের কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আজ রবিবার সকালে উপজেলা পরিষদ কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে সীতাকুণ্ড মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ হাবিব উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বক্করের সঞ্চালনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক শামসুল আলম, অধ্যক্ষ নুরুল কবির, প্রধান শিক্ষক দিদারুল আলম, দীপক কান্তি চৌধুরী, নুরুল আবছার, অধ্যাপক সাইফুদ্দীন মোরশেদ, আমিনুল ইসলাম, আবুল কালাম আজাদ, মোশারফ হোসেন ভুঁইয়া, লোকমান মিয়া, মাহমুদুল হক, বিল্টু কুমার সিংহ, একরামুল হক ভুঁইয়া, জাফর সাদেক, আলী নেওয়াজ, শিক্ষক মো. মোজান্মেল, মনির উদ্দিন, আবদুল মালেক, আবদুর রহমান, গিয়াস উদ্দিন, নেপাল চন্দ্র নাথ, শেখর তালুকদার, জয়নাল আবেদীন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে পরিচালিত সরকার শিক্ষক বান্ধব হলেও গুটিকয়েক স্বার্থলোভী মহলের ষড়যন্ত্রে এখনো ন্যায্য দাবি থেকে বঞ্চিত রয়েছে বেসরকারী শিক্ষকরা। নেতৃবৃন্দ শিক্ষাব্যবস্থা জাতীয়করনসহ বেসরকারি শিক্ষকদের ১১ দফা দাবি আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া বক্তারা শিক্ষা ব্যবস্থার প্রতি উদাসীন শিক্ষা মন্ত্রীর পদত্যাগের পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখতে উপস্থিত শিক্ষকদের প্রতি আহবান জানান। প্রতিবাদ সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে সীতাকু- পৌরসভা প্রাঙ্গনে এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *