সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সীতাকুণ্ডের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় খাবারের প্যাকেট উৎপাদন তারিখ না থাকা এবং মূল্য তালিকা না রাখায় দুইটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পৌরসদর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় সীতাকুণ্ড পৌরসদর বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় খোলা জায়গায় ও খাবার প্যাকেটে উৎপাদন তারিখ না থাকায় ফুলকলিকে ১০ হাজার টাকা ও মধুবনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য দোকানগুলোকে সর্তক করে দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালত সড়কের উপর বসা দোকান, অবৈধ গাড়ি পার্কিং উচ্ছেদ করে।
ভ্রাম্যমান আদাল চলাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড মডেল থানার এসআই মোঃ জয়নাল, ভূমি অফিসের নাজির মোহাম্মদ জামাল উদ্দিন, সার্ভেয়ার মোঃ ইউসুফ, ফারুক প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *