সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ডে মহান বিজয় দিবস পালিত

সীতাকুণ্ডে মহান বিজয় দিবস পালিত

এম কে মনির,সীতাকুণ্ড টাইমসঃ
আজ ১৬ ই ডিসেম্বর। মহান বিজয় দিবস।বাঙালি জাতির এক গৌরবোজ্জ্বল দিন।১৯৭১ সালের এই দিনে বিশ্বের বুকে বাংলাদেশ নামক রাষ্ট্রের অভুদ্বয় ঘটে।দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাঙালি জাতির সূর্য সন্তানরা বিজয় ছিনিয়ে আনে।বিজয়ের এই মহিমাকে লালন করে প্রতিবছর ১৬ই ডিসেম্বরকে বাঙালি জাতি বিজয় দিবস হিসেবে পালন করে।৪৯ তম বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা পরিষদ দিনটিকে বর্ণিল নানা আয়োজনে সাজিয়েছে।মহান বিজয় দিবস উপলক্ষে আজ ভোর ৬.০১ মিনিটে জাতীর সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক,সংগীত শিল্পী,নৃত্য শিল্পীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় জমায়।এসময় শহীদদের শ্রদ্ধা জানাতে প্রথমে পুষ্পস্তবক অর্পন করে চট্রগ্রাম -৪ (সীতাকুণ্ড) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, এমপি।এরপর শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন,সীতাকুণ্ড উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মিল্টন রায়,সহকারী কমিশনার ভূমি সৈয়দ মাহবুবুল হক,উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূই্য়্যা। এছাড়াও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন সীতাকুণ্ড মডেল থানা,সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আনসার ভিডিপি,উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, কৃষিবিদ ইনস্টিটিউট,সীতাকুণ্ড প্রেসক্লাব, সীতাকুণ্ড উপজেলা কৃষকলীগ,উপজেলা মহিলা লীগ,সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ,উপজেলা যুবলীগ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সীতাকুণ্ড উপজেলা,সীতাকুণ্ড সমিতি,কলমিলতা ক্লাব,সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশন, প্রথম প্রহর ফাউন্ডেশন, বারামখানা,সুরাঙ্গন খেলাঘর আসর,বন্ধু সহযোগী সংগঠন,মণিষা, দিশারি ফাউন্ডেশন, সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটি, ব্লাড ডোনেট গ্রুপ,ব্লাড ব্যাংক,সীতাকুণ্ড মর্ডাণ হসপিটাল,শেখ পাড়া যুব সমাজ উন্নয়ন সংস্থাসহ অসংখ্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।বিজয় দিবসের দ্বিতীয় অধিবেশনে সীতাকুণ্ড সরকারি হাই স্কুল মাঠে প্যারেড অনুষ্ঠিত হয়।শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।জাতীয় পতাকা উত্তোলন করেন চট্রগ্রাম -৪ আসনের সাংসদ আলহাজ্ব দিদারুল আলম এমপি,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন,সীতাকুণ্ড উপজেলার ইউএনও মিল্টন রায়,সহকারী কমিশনার ভুমি সৈয়দ মাহবুবুল হক,সীতাকুণ্ড মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা।এতে সীতাকুণ্ডের প্রশাসনিক ও বিভিন্ন শিক্ষা প্রতিস্ঠান অংশগ্রহণ করে।এরপর অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধ বিষয়ক অভিনয়,যেমন খুশি তেমন সাজো,মিউজিক চেয়ার,নৃত্য অনুষ্ঠান। এসময় বিজয় দিবসের মঞ্চে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব দিদারুল আলম এমপি,সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন,সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়,সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন মোল্লা,যুব উন্নয়ন অফিসার শাহ আলম।এবারের বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক অভিনয়ে প্রথম স্থান অধিকার করে সীতাকুণ্ড পাবলিক স্কুল,নৃত্য প্রদর্শন করে দ্বিতীয় স্থান লাভ করে সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়,তৃতীয় স্থান অধিকার করে সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়।অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিস্ঠানের ৩০জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *