সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ডে রমজানে দ্রব্যমূল্য বাজারদর সহনীয় রাখতে অভিযান

সীতাকুণ্ডে রমজানে দ্রব্যমূল্য বাজারদর সহনীয় রাখতে অভিযান

মামুনুর রশীদ,সীতাকুণ্ড টাইমস ঃ
পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের বাজার দর সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং করেছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন।

বৃহস্প্রতিবার (৯মে) বিকেল সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়া বাজারের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহবুবুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাজার এর সমিতি, খুচরা এবং পায়কারি বিক্রেতাসহ সংশ্লিষ্ট সবাইকে পবিত্র রমযানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান। এছাড়া প্রতিটি দোকানে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে দিতে, ডিজিটাল ওজন পরিমাপক মেশিন স্থাপন, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ নানা বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।পুরো রমযান মাস জুড়ে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহবুবুল হক।
তিনি আরো বলেন পবিত্র রমজান মাসকে সামনে রেখে যেন কোন ব্যবসায়ী দ্রব্যমুল্য বাড়াতে না পারে সেদিকে আমরা সজাগ থাকবো আজকে প্রথমত জানিয়ে দেয়া হলো যদি আইন অমান্য করে তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযান চলাকালে মূল্যতালিকা না টাঙ্গানোর অভিযোগে কয়েকজন ব্যবসায়ীকে অর্থদণ্ড করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *