সংবাদ শিরোনাম
Home / ইউনিয়ন সংবাদ / সীতাকুণ্ডে রাত হতেই গাড়িতে আগুন,ভাংচুর

সীতাকুণ্ডে রাত হতেই গাড়িতে আগুন,ভাংচুর

নিজস্ব প্রতিবেদক, ১৯ সেপ্টেম্বর(সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ড হরতালের শেষের দিকে হরতালকারীরা বেপরোয়া হয়ে উঠে। রাতে হতেই সীতাকুন্ডের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়ে ১০/১৫টি গাড়ি ভাংচুর করেছে। এসময় প্রায় ৫টি গাড়িতে আগুন দেয়।
এসময় আতঙ্কে লোকজন দ্বিগবিদ্বিক ছুটোছুটি করতে থাকে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাত নয়টা পর্যন্ত সীতাকুন্ড উপজেলার বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দিয়েছে তারা।
স্থানীয় সুত্র জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় একটি ট্রাক ও ২টি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় জামায়াত শিবির কর্মীরা। আগুন দিয়েই তারা পালিয়ে ‍যায়। পরে স্থানীয় লোকজন জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া রাত নয়টার দিকে ছোট কুমিরার মসজিদ্দা এলাকায় ২টি যাত্রীবাহি বাসে আগুন দিয়েছে জামায়াত শিবির কর্মীরা।
সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম বদিউজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসনে কাজ চালিয়ে যাচ্ছি।
হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, জামায়াত শিবির কর্মীরা গাড়িতে আগুন দেওয়ার পর এলোপাতাড়ি ছুটতে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্ঠি হয়েছে। সড়কের উভয় পাশে শতাধিক গাড়ি আটকা পড়েছে। গাড়িগুলো সরাতে কাজ করছে হাইওয়ে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *