সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ডে সম্পত্তি দখলে অপপ্রচার বন্ধে সংবাদ সম্মেলন

সীতাকুণ্ডে সম্পত্তি দখলে অপপ্রচার বন্ধে সংবাদ সম্মেলন

বাবলা মিয়া,সীতাকুণ্ড টাইমসঃ
সীতাকুণ্ডে ১০ কোটি টাকার সরকারী জায়গা দখল করে রেখেছে ছাত্রলীগ নেতা মো. রমজান আলী এমন একটি অভিযোগে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশকে একটি কুচক্রী মহলের অপ-প্রচার বলে অভিযোগ করে সংবাদ সন্মেলন করেছে ।

উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ১ নং ওয়ার্ড কদমরসুল জাহানাবাদ এলাকায় মুন্সী মিয়ার পুত্র এবং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রমজান আলী। আজ মঙ্গলবার(৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সীতাকুণ্ড প্রেসক্লাবে উক্ত সংবাদ সন্মেলন অনুুুুষ্টিত হয়। সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি সরকারী জায়গা দখল করেছি বলে যে প্রচার করছে তা সম্পূর্ণ মিথ্যা,ভিক্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ৪/১/১৯৯৪ তারিখে ১০৪,১০৫ নং ছাফ কবলামূলে গুরা মিয়া চৌধুরী এবং গত ২/৮/১৯ তারিখে নুরুল ইসলাম ও মছুয়া খাতুন হইতে ক্রয় করি। আমি আমার পৈতৃকসূত্রে উক্ত জায়গা ভোগ দখলে আছি। এলাকার কিছু কুচক্রী মহল, চাঁদাবাজ আমার জায়গা দখল করার চেষ্টা করছে। আমি আইনের আশ্রয় নিলে চক্রটি ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাকে আমাকে হয়রানি করছে। মূলত আমি নিজেও একজন বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক। মূলত উক্ত সম্পত্তি বাংলাদেশ সওজ কর্তৃক অধিগ্রহণ করা হয় এবং পরিত্যাক্ত অংশ আমার বি.এস সম্পত্তির সামনে হওয়ায় বাংলাদেশ গেজেট সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ সম্পত্তি শাখার মতে আমার দখলে থাকার কথা। আমি কখনো কোন অবস্থায় সরকারী ও বেসরকারী কোনরূপ সম্পত্তি অবৈধ জবরদখল,হস্তগত করেনি বা করবো না। আমি প্রশাসনের মাধ্যমে সকল প্রকার অপ-প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ শফি ও আহম্মদ মিঞা চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *