সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ডে মাছে বিষাক্ত রং মিশিয়ে মাছ বিক্রি

সীতাকুণ্ডে মাছে বিষাক্ত রং মিশিয়ে মাছ বিক্রি

মামুনুর রশীদ,সীতাকুণ্ড টাইমসঃ
সীতাকুন্ড এলাকায় বিভিন্ন বাজারে বিক্রি করতে আসা প্রারায় সব ধরনের মাছে বিষাক্ত রং মেশিয়ে বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
জানা গেছে, বিশেষ করে সাগরের সন্নিকটে হালিশহর, কুমিরা ঘাট, ফৌজদারহাট, ভাটিয়ারি,বাঁশবাড়িয়া, সীতাকুণ্ড ঘাট দিয়ে বিভিন্ন প্রজাতির সাগরের মাছ কূলে নিয়ে আসে জেলেরা। আর কিছু অসাধু ব্যবসায়ীরা অল্পদামে ক্রয় করে বিভিন্ন বাজারে প্রেরন করে। সেসব মাছগুলো বাজারে নিয়ে যাওয়ার সময় ক্ষতিকারক রং মিশিয়ে সীতাকুন্ড এলাকার ভাটিয়ারি বাজার, মাদামবিবিরহাট বাজার, জলিল বাজার ,ফৌজদারহাট বাজার,কুমিরা বাজার, সীতাকুন্ড বাজার সহ বিভিন্ন পাড়া মহল্লায় দেদারচ্ছে বিক্রি হচ্ছে রং মেশানো মাছ।
কিন্তু কোন প্রকার পদক্ষেপ নেয়নি কোন প্রশাসন ।
সীতাকুণ্ড মাছ বাজার ঘুরে দেখা যায় অনেক মাছে রং মেশানে। বিশেষ করে লইট্টা মাছ, ইচা মাছ,পোন্দরা মাছে রং মিশিয়ে করছে। এছাড়া অনেক পুকুরের মাছেও রং দিয়ে পঁচা মাছকে বিক্রি করছে।
সীতাকুণ্ড সোবাহানবাগের ইঞ্জিনিয়ার শাহাদাত জানান সীতাকুণ্ড বাজার থেকে একটি বড় কার্পু মাছ বাসায় নিয়ে আসি। কিন্তু মাছটি কাটার আগেই তার স্ত্রীর হাত রং এ লাল হয়ে যায়।
এদিকে ক্ষোভ প্রকাশ করে সীতাকুন্ড স্থানীয় বাসিন্দা দুলাল বলেন, সীতাকুন্ড বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে বিষাক্ত রং মেশানো মাছ অথচ কারও কোন সঠিক পদক্ষেপ নেই । তাছাড়া সীতাকুন্ড এলাকায় লক্ষ লক্ষ মানুষের বসবাস সবাই সীতাকুন্ড এলাকায় সকল বাজার থেকে সকলদ্রব্য ক্রয় করে কোন দোকানে বাজারের মূল্য তালিকা নেই, সীতাকুন্ড এলাকার বাজার মনিটরিং করা একান্ত প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী। এদিকে সিভিল সার্জন বলেন, রং মেশানো মাছ খেলে বিভিন্ন রোগ দেখা দেয় এমন কি মৃত্যু হতে পারে। তাছাড়া গর্ভবতী মায়েরা এই মাছ খেলে নানা রোগে ভোগে শিশুদের ডায়রিয়া সহ নানা রোগ দেখা দেয়। এ ব্যাপারে সীতাকুন্ড মৎস্য অধিদপ্তর অফিসার সেলিম রেজা বলেন, বাজারে মাছে ক্ষতিকারক রং মেশানো বিষয়ে সবসময় তৎপর। কারন মাছ মানুষের দেহে নানা রোগ দেখা দেয়। তাই এসব অসাধু ব্যবসায়ীদের হাতেনাতে ধরতে পারলে সোজা জেল হাজতে প্রেরন করি। তবে আমাদের কেউ সঠিক তথ্য দেয়না বলে তারা ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। তবুও আমাদের টিম রেডি থাকে যেকোন সময়ে আমরা সকল বাজারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *