সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ড অধিগ্রহনকৃত সম্পত্তির ক্ষতিপূরণের টাকা উত্তোলনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড অধিগ্রহনকৃত সম্পত্তির ক্ষতিপূরণের টাকা উত্তোলনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

নাছির উদ্দীন, সীতাকুণ্ড টাইমস ঃ

সীতাকুণ্ড অধিগ্রহনকৃত সম্পত্তির ক্ষতিপূরণের টাকা উত্তোলনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন গত ১৮ ও ২৫ সেপ্টেম্বর সীতাকুণ্ড প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই আলাদা আলাদা সংবাদ সম্মেলনে বিরোধীয় ভূমি নিজেদের ভোগ দখলীয় ও বৈধ কাগজপত্র থাকার দাবী করেন। উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ দক্ষিণ ঘোড়ামরা গ্রামের মৃত মোঃ ইসমাইলের পুত্র সাহাব উদ্দিন গত ১৮ই সেপ্টেম্বর সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মধ্য সোনাইছড়ি মৌজার বি.এস ৭২৯ নং খতিয়ানের বি.এস ৩৮৪ নং দাগের অধিগ্রহনকৃত ৪.২৫ শতক সম্পত্তির ক্ষতিপূরণের টাকা অনৈতিক ভাবে উত্তোলনের অভিযোগ করেন। সাহাব উদ্দিন গং উত্তরাধিকার সূত্রে অধিগ্রহনকৃত সম্পত্তির মালিকানা দাবী করেন। অপর দিকে গত ২৫ সেপ্টেম্বর একই সাকিনের মৃত আব্দুর রউফের পুত্র মোঃ ইমাম হোসেন ফারুক পাল্টা সংবাদ সম্মেলনে সাহাব উদ্দিন গং এর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মানহানিকর বলে দাবী করেন। ফারুক জানান বি.এস রের্কডভুক্ত ঠান্ডা মিয়ার ওয়ারিশগণ হইতে অধিগ্রহনকৃত অংশসহ দাগের পশ্চিমাংশের ৫.৬৭ শতক নাল জমি গত ১১/০৭/২০১৯ইং তারিখ সীতাকুÐ সাব রেজিষ্ট্রী অফিসে রেজিষ্ট্রীকৃত ৩২৮৫ নং অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব এটর্নীমূলে মালিক স্বত্ববান হয়ে এল.এ শাখায় যথাযথ প্রক্রিয়া শেষে ক্ষতিপূরণের টাকা উত্তোলন করেন। তিনি আরো জানান, প্রতিপক্ষ কর্তৃক আনিত এল.এ শাখায় আমার বিরুদ্ধে অভিযোগ উভয় পক্ষের উপস্থিতিতে শুনানী শেষে না-মঞ্জুর হওয়ায় আক্রোশবসত সাহাব উদ্দিন গং আমার বিরুদ্ধে অত্র মিথ্যা সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *