সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ড কুমিরা জিপিএইচ গেইটে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক শাখা উদ্বোধন

সীতাকুণ্ড কুমিরা জিপিএইচ গেইটে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক শাখা উদ্বোধন

সীতাকুণ্ড টাইমস ডেস্ক ঃ
ইসলামী ব্যাংকের সেবা গ্রামিন মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে সীতাকুণ্ড কুমিরা জিপিএইচ গেইট এলাকায় এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে।
আজ ২০ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় আল আরব এন্টারপ্রাইজ এর পরিচালনাধীন এজন্টে ব্যাংক আউটলেট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদ বলেন বর্তমান সরকার ব্যাংকিং সেবা মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিচ্ছে, যাহা ব্যাংকিং খাতের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। এজেন্ট ব্যাংক বা আউটলেট গুলো দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য প্রযুক্তি সমৃদ্ধ আর্থিক সেবার দ্বার উমুক্ত করেছে। এরই ধারাবাহিকতায় নতুন এজেন্টটি সততার নীতি আন্তরিকতা, নিষ্ঠা ও প্রযুক্তি সমৃদ্ধ সেবা দেওয়ার মাধ্যমে জনগনের জীবন মান উন্নয়নের কাজ করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
সীতাকুণ্ডে ইসলামী ব্যাংকের নতুন একটি এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কুমিরাস্থ জিপিএইচ গেইট এলাকায় এ এজেন্ট শাখা উদ্বোধন করা হয়। শাখাটি ফিতা কেটে উদ্বোধন করেন
ইসলামী ব্যাংক সীতাকুণ্ড শাখার ব্যবস্থাপক মোঃ মনজুরুল ইসলাম এর সভাপতিত্বে ও আল আরব এন্টারপ্রাইজ এর প্রোপ্রাইটর সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি এর পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কুমিরা ইউনিয়নের চেয়ারম্যানের মোরশেদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে গেষ্ট অব অনার ছিলেন ইসলামী ব্যাংক চট্টগ্রাম জোন প্রধান এস ইভিপি মোঃ নাইয়ার আজম, জিপিএইচ ইস্পাত এর এডভাইজার আমিরুল ইসলাম।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম হেদায়েত উল্লাহ, সীতাকুণ্ড নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব লায়ন মোঃ গিয়াস উদ্দিন, সীতাকুন্ড কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাক্তার সজল নাথ,প্রবাসী লুৎফর রহমান, কুমিরা ইউনিয়ন আ.লীগ নেতা সেলিম আনসারী, যুবলীগ নেতা জিয়াউদ্দিন রাজু, স্থানীয় ইউপি সদস্য মোঃ সালাউদ্দিন, সাংবাদিক জাহেদুল আনোয়ার চৌধুরী, সবুজ শর্মা সাকিল, কামরুল ইসলাম দুলু প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের অফিসার মোঃ আনোয়ার হোসেন ও ইঞ্জিনিয়ার কামরুদ্দোজা।
আলোচনা শেষে দোয়াও মোনাজাত পরিচালনা করেন নুরিয়া ইসলামীয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুন্নবী। দোয়া শেষে অতিথিরা ফিতা কেটে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর জিপিএইচ গেইট এজেন্টটি উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *