সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ড ছোটদারোগারহাটে গভীর রাতে গোয়াল ঘর থেকে ৫টি গরু চুরি

সীতাকুণ্ড ছোটদারোগারহাটে গভীর রাতে গোয়াল ঘর থেকে ৫টি গরু চুরি

সীতাকুণ্ড টাইমস ডেস্ক ঃ
সীতাকুন্ড ছোটদারোগার হাট এলাকা থেকে রাতের আধারে ৫টি গরু চুরি করে নিয়ে যায় চোর চক্র। অন্য দিকে যাত্রীবাহি বাসে করে গরু নিয়ে যাওয়ার পথে পুলিশে ধাওয়া খেয়ে বাসে গরু রেখে পালিয়ে যায় গরু চোর। স্থানীয় সূত্রে জানাযায় রবিবার গভীর রাতে ছোট দারোগার হাট পশ্চিম ধর্মপুর মুন্সিহাজীর বাড়িতে গরু চুরির ঘটনা ঘটে। তানভীর ফার্মেসীর মালিক ডাক্তার আনোয়ার হোসেন এর গোয়াল ঘরে প্রতিদিনের মত ঘটনার দিন রাতে গোয়াল ঘরের দরজা বন্ধ করে তারা ঘুমিয়ে পড়ে। গভীর রাতে গরু চোরের একটি চক্র গাড়ি নিয়ে এসে কৌশলে গোয়াল ঘরে থাকা ৫টি গুরুই গাড়িতে তোলে নিয়ে যায়। আনোয়ার হোসেনের বড় ভাই মোঃ শাহজাহান জানান চোরেরা তাদের ৪টি বড় গরু ও একটি বাছুর নিয়ে যায়। গরু গুলোর আনুমানিক মূল্য ৫ লক্ষাধিক টাকা । তিনি আরও জানান এব্যাপারে সীতাকুন্ড মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
এদিকে সোমবার সকালে ফৌজদার হাট এলাকায় যাত্রীবাহি বাসে করে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় পুলিশের ধাওয়া খেয়ে বাসে গরু রেখে পালিয়ে যায় চোরেরা। টি.আই রফিক আহমদ জানান, মিরসরাই থেকে গরু চুরি করে চোরেরা তোফায়েল মোটরস নামক ৪ নম্বর বাসে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছে গোপন সূত্রে এমন খবর পায়। এ তথ্যের ভিত্তিতে সার্জেন্ট সাইফুল আলমকে সাথে নিয়ে ফৌজদারহাটে বাসটি আটকের উদ্দেশ্যে সংকেত দিলে চালক গাড়ি না থামিয়ে দ্রুত গাড়ি চালিয়ে পালাতে চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে বাসটিকে ধাওয়া করা হয়। শেষে নগরীর কর্ণেলহাট এলাকায় পৌঁছালে সুগন্ধা আবাসিক এলাকার সামনে গাড়ি ফেলে চালক পালিয়ে যায়। এসময় বাস ও ভেতরে থাকা একটি গরু উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *