সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ড পৌরসদরে তুচ্ছ ঘটনা নিয়ে ২ জন নিহত

সীতাকুণ্ড পৌরসদরে তুচ্ছ ঘটনা নিয়ে ২ জন নিহত

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
সীতাকুণ্ডে দুই বন্ধু সিগারেট খাওয়ার সময় করোনা কারনে সামাজিক দূরত্ব বজায় রেখে খাওয়ার জন্য বলতে গিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ২ বন্ধু নিহত হয়েছে।
সীতাকুণ্ড থানা সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার সময় সীতাকুণ্ড পৌরসদরস্থ রেল লাইনে বসে দুই বন্ধ সিগারেট খাচ্ছিল এ সময় জাহিদ ও শাহিন করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে সিগারেট খাওয়ার জন্য বললে তারা একজন আরেকজনের ওপর উত্তেজিত হয়ে যান। এ সময় দুই বন্ধুর মধ্যে তুমুল ঝগড়া হয়।
একপর্যায়ে দুই বন্ধু তাদের গ্রুপসহ ধারালো অস্ত্র নিয়ে এসে একপক্ষ আরেক পক্ষের ওপর হামলা করে। হামলায় মোহাম্মদ জাহিদ ও মোহাম্মদ শাহিন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত ১১টার সময জাহিদ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। জাহিদের বন্ধু শাহিন আজ শনিবার সকাল আটটার সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। উভয়ের বাড়ি সীতাকুণ্ড পৌরসদর এলাকায়। স্থানীয় কাউন্সিলর সফিউল আলম মুরাদ জানান সামান্য তুচ্ছ ঘটনায় তারা নিহত হয়েছ্ ে। নিহত মোহাম্মদ জাহিদ (২৩) পৌরসদরস্থ পূব আমিরাবাদ গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে। অপর বন্ধু শাহিন (২৪) ভুইয়া পাড়া গ্রামের মোহাম্মদ সুজনের ছেলে বলে জানা। পুলিশ কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুই বন্ধুর সিগারেট খাওয়াকে কেন্দ্র করে খুন হয়েছেন। এখনও থানায় কোনও পক্ষ মামলা করেনি। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *