সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ড পৌরসভাসহ বাঁশবাড়িয়া ও বাড়বকুণ্ড ইউনিয়ন কমিটি গঠন করেছে এবি পার্টি

সীতাকুণ্ড পৌরসভাসহ বাঁশবাড়িয়া ও বাড়বকুণ্ড ইউনিয়ন কমিটি গঠন করেছে এবি পার্টি

  • প্রেস বিজ্ঞপ্তি, সীতাকুণ্ড টাইমস ঃ
    সীতাকুণ্ড উপজেলাধীন সীতাকুণ্ড পৌরসভা সহ আরো দুটি ইউনিয়ন কমিটি গঠন করেছে আমার
    বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। পৌরসভা সহ ৫নং বাড়বকুণ্ড ইউনিয়ন শাখা এবং ৬নং বাঁশবাড়ীয়া
    ইউনিয়ন শাখা সমন্বয় কমিটি গঠন করা হয়।
    এবি পার্টি’র কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব এবং চট্টগ্রাম উত্তর

  • জেলা সমন্বয়ক এম.
    এন মোস্তফা নূর ’র সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয়
    কমিটির যুগ্ন আহবায়ক বিশিষ্ট রাজনীতিবিদ এডভোকেট গোলাম ফারুক, বিশেষ অতিথি হিসেবে
    উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, লাভ বাংলাদেশ ফাউণ্ডেশন’র চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী
    এবং এবি পার্টির উত্তর জেলা নেতা এস. এম মাসুদ রানা প্রমুখ!
    গত ১৪/০৬/২০২০ ইং রবিবার দুপুর ২.০০ টায় আরম্ভ হয়ে উক্ত সভা সমূহ ধারাহিকভাবে বিকলে
    ৫.৩০ টা অবধি বিভিন্ন পর্বে পরিচালিত হয়। সভায় সকলের পরামর্শক্রমে বিশিষ্ট সমাজসেবক
    প্রাজ্ঞজন-
    ১) জনাব আলতাফ হোসেন (অবসরপ্রাপ্ত রাষ্ট্রীয় চাকুরে) কে- সমম্বয়ক
    ২) ইঞ্জিনিয়ার ফয়সাল তানভীর- সহকারী সমন্বয়ক
    ৩) মোঃ নুরুল আমিন- কৃষি সম্প্রসারণ এবং কৃষক সমন্বয়ক
    ৪) ডাঃ ইকরামুল হক- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সমন্বয়ক
    ৫) আবু সাইদ- শিক্ষা ও সাংস্কৃতি বিয়ষক সমন্বয়ক
    ৬) মিনা আখতার- নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক
    ৭) ফখরুল ইসলাম- শিক্ষক এবং ওলামা বিষয়ক সমন্বয়ক
    ৮) ইঞ্জিনিয়ার কামরুল হাসান চৌধুরী- তথ্য প্রযুক্তি বিষয়ক সমন্বয়ক
    ৯) ওমর ফারুক- ছাত্র ও যুব বিভাগ সমন্বয়ক
    ১০) তৃষা হাসান- পারিবারিক ও গ্রাম আদালত আইন বিষয়ক সমন্বয়ক
    ১১) ইউসুফ আহাম্মেদ- প্রবাসী কল্যাণ বিষয়ক সমন্বয়ক
    ১২) তাজুল ইসলাম সেলিম- যুব উন্নয়ন ও প্রশিক্ষণ বিষয়ক সমন্বয়ক
    ১৩) খোরশেদ আলম- পরিবহন শ্রমিক প্রশিক্ষণ, স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক সমন্বয়ক
    ১৪) হানিফ নবী- সমাজকল্যাণ বিষয়ক সমন্বয়ক
    ১৫) নুরুচ্ছাপা- ক্রীড়া ও শরীর চর্চা বিয়ষক সমন্বয়ক
    ১৬) ইকরাম হোসেন খোকন- প্রচার ও প্রকাশনা বিষয়ক সমন্বয়ক
    ১৭) নিজাম উদ্দিন সোহেল- মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক সমন্বয়ক
    ১৮) রীমা আক্তার- তথ্য প্রযুক্তি ও গণসচেতনতা বিষয়ক সমন্বয়ক
    ১৯) মুনতাহা আফরিন শান্তা- প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সমন্বয়ক
    সহ ১০১ সদস্যের সীতাকুণ্ড পৌরসভার সমন্বয় কমিটি ঘোষিত হয়, এছাড়াও আমার বাংলাদেশ
    পার্টি’র ৬নং বাঁশবাড়ীয়া ইউনিয়ন শাখার ৭১ সদস্য বিশিষ্ট কমিটির সমন্বয়কের দায়িত্ব প্রাপ্ত হন

    মজলুম যুবনেতা দেলোয়ার হোসেন হাজারী, সহকারী সমন্বয়কের দায়িত্ব প্রাপ্ত হন আল মহসীন,
    আমার বাংলাদেশ পার্টি সীতাকুণ্ড থানাধীন ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নের ১০১ সদস্য বিশিষ্ট সমন্বয়
    কমিটির সমন্বয়কের দায়িত্ব প্রাপ্ত হন বাবু হারাধন চন্দ্র নাথ এবং সহকারী সমন্বয়কের দায়িত্ব
    প্রাপ্ত হন রাসেল চৌধুরী সুজন।
    প্রধান অতিথি- এডভোকেট গোলাম ফারুক তার আলোচনায় বলেন, আমরা ক্ষমতা পরিবর্তনের
    রাজনীতি করতে চাইনা। আমরা গণমানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার রাজনীতিকে আমাদের
    কর্মসূচী করেছি। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষনাপত্রের যে মৌলিক তিনটি অঙ্গীকার ছিল-
    “সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার” প্রতিষ্ঠার, তার কোনোটিই সুরাহা আজ পঞ্চাশ বছরেও
    হয়নি। আমরা এই তিন অঙ্গীকার বাস্তবায়নের কর্মসূচী গ্রহন করেছি। আমরা মনে করি মানুষের
    অধিকার নিশ্চিত করতে হলে রাষ্ট্র মেরামতের কাজটি আগে করতে হবে। আমার বাংলাদেশ পার্টির
    সকল সদস্য রাষ্ট্র মেরামতের কর্মী।
    বিশেষ অতিথি দৈনিক আমাদের বাংলা ‘র সম্পাদক এবং লাভ বাংলাদেশ ফাউণ্ডেশন’র প্রতিষ্ঠাতা
    চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী বলেন, বিরাজমান রাজনৈতিক ব্যবস্থা ভোগ-
    বিলাস আর লুটপাটের বৈধতা দানের বন্দোবস্ত করে। যারা এযাবৎ রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা
    সকলেই কমবেশি একই ধরণের অপরাধ করেছে জনগণের বিরুদ্ধে। তারা সেটা পরস্পর বিতর্কে প্রমাণ
    করতেও সক্ষম হয়েছে। ফলে তাদের গণবিরোধী চরিত্র, সন্ত্রাস এবং লুটপাটের রাজনীতির যাতাকলে
    পিষ্ট হয়ে মানুষ অতীষ্ট হয়ে উঠেছে। এই দলগুলো মানুষকে ভোটকেন্দ্রে যেতে মসজিদের মাইক দিয়ে
    ডাকলেও মানুষ এদের বিশ্বাস করেনা। এরা সবাই মিলে মোট ভোটারের পাঁচ শতাংশ ভোট আদায় করতে
    পারেনা। এরা মনে করে রাজনীতি মানে ক্ষমতায় গিয়ে পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে সাধারণ
    মানুষের উপর অত্যাচার নির্যাতন করতে পারা! মানুষের বিরুদ্ধে ইচ্ছেমত নিষ্ঠুরতা প্রয়োগ করতে
    ওরা ক্ষমতায় যায়। রাষ্ট্রীয় সম্পদ লুট ও পাচার করতে ক্ষমতায় যায়। ফলে এইসব অত্যাচারী
    শোষক গৌষ্ঠীর বিপরীতে ইনক্লুসিভ জনসম্পৃক্তিমূলক অধিকারের রাজনীতির যে কর্মসূচী আমার
    বাংলাদেশ পার্টি গ্রহন করেছে এই কার্যক্রম পর্যবেক্ষণে মানুষ আশাবাদি হবে এবং ঐক্যবদ্ধ হবে
    মর্মে মন্তব্য করেন তিনি।
    চট্টগ্রাম- ১৪/০৬/২০২০ ইং

  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *