সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় হতে গোল্ডেন জিপিএ ৫ পাওযা সুরাইয়া নুসরাত (সেতু)ডাক্তার হতে চা্ই

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় হতে গোল্ডেন জিপিএ ৫ পাওযা সুরাইয়া নুসরাত (সেতু)ডাক্তার হতে চা্ই

সীতাকুণ্ড টাইমস ডেস্ক ঃ
সুরাইয়া নুসরাত (সেতু) ২০২০ সালের এসএসসি পরীক্ষায় সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। সে সকলের কাছে দোয়া প্রার্থী। তার ভাল ফলাফলের জন্য শিক্ষক শিক্ষিকার পাশাপাশি মা বাবার কাছে কৃতজ্ঞতা জানিয়েছে।
সে ২০১৪ সালে সীতাকুণ্ড দত্তবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ ৫ ও মেধা বৃত্তি পেয়েছিল।
২০১৭ সালে সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছিল। সে মেঘমল্লা খেলাঘরের সদদ্য, সাংস্কৃতিক বিভিন্ন কর্মকান্ডে ও সে জড়িত। প্রতি বছর সীতাকুণ্ড উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিতব্য জাতীয় দিবসে মেঘমল্লার খেলাঘরের অনুষ্ঠানে অংশ গ্রহন করে আসছে। তাছাড়া সংগীত প্রতিভা অন্বেষন থেকে শুরু করে স্কুল পর্যায়ের উপজেলা প্রতিযোগিতায় প্রতি বছর গৌরব অর্জন করে আসছে সেই ১ম শ্রেণি থেকে। তার একমাত্র বড় ভাই নাজমুল এহসান শুভ জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ে ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে অনার্স ফল প্রার্থী। বড় বোনঃ সানজিদা নুসরাত শান্তা (গৃহিনী)।
তার পিতাঃ মোঃ জয়নাল আবেদীন ভুইঁয়া ও মাতাঃ শাহানা আক্তার।
বাড়িঃ সীতাকুণ্ড পৌরসদরস্থ মধ্যম মহাদেবপুর গ্রামে।
মোঃ জয়নাল আবেদীন ভূঁইয়া বগাচতর ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক। তাদের গ্রামের বাড়ি ১ নং সৈয়দপুর ইউনিয়নের পূর্ব বাকখালী, মোবারক আলী ভূঁইয়া বাড়ি।
সেতু ভবিষ্যৎ এ ডাক্তারী বিষয়ে পড়ালেখা করতে চায়। আগামীতেও এ ফলাফল অব্যাহত রাখতে সকলের কাছে দোয়া প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *