সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / ||সীতাকুন্ডে অপটিক্যাল ফাইবার চুরির অভিযোগে সিএমসিএলের বিরুদ্ধে মামলা || প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি,গ্রাহকরা ক্ষুব্ধ

||সীতাকুন্ডে অপটিক্যাল ফাইবার চুরির অভিযোগে সিএমসিএলের বিরুদ্ধে মামলা || প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি,গ্রাহকরা ক্ষুব্ধ

নিজস্ব প্রতিবেদক,১৬জুলাই(সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ডে বাঁশবাড়িয়া এলাকা থেকে ডিসলাইনের অপটিক্যাল ফাইবার চুরি করার সময় গ্রাহকরা হাতে নাতে ধরে চিটাগাং মাল্টি ক্যাবল লিঃ(সিএমসিএল)এর কর্মকর্তাদের। এসময় সি এম সিএল এর পিকআপ (চট্টমেট্্েরা ম-১১-০৭৩৫) গাড়ি সহ আটক করে জনতা। কিন্তু কৌশলে গাড়ি নিয়ে পলিয়ে যায় কর্মকর্তারা। এদিকে সিসিএল এর ফিট অপারেটর মুসলিম উদ্দিন বাদী সীতাকুন্ড থানায় একটি মামলা করে। মামলায় সিএমসিএল এর ক্যাবল ইঞ্জিনিয়ার সঞ্জয় ও অজ্ঞাত ৫/৬জনকে আসামী করা হয়েছে। মামলা সূত্রে জানাযায় কয়েক দিন ধরে চিটাগাং কমিউনিকেশন লিঃ(সিসিএল)এর ডিস লাইনের লক্ষাধিক টাকার তার চুরি করে নিয়ে যায় একটি চক্র। ফলে ৩০/৩২ হাজার গ্রাহকের ভোগান্তি সৃষ্টি হয়। গত ১৫ জুলাই রাত ১১টার সময় বাঁশবাড়িয়ায় হঠাৎ ডিসলাইন বন্ধ হয়ে গেলে মামালার বাদী মুসলিম বাড়ি থেকে বের হয়ে লোকমুখে শুনতে পায় যে একটি গাড়ি করে আসা কয়েক জন লোক রাস্তায় ডিসের ক্যাবল কাটছে। লোকজন নিয়ে তাদের হাতে নাতে ধরে ফেলার পর ইঞ্জিনিয়ার সঞ্জয় কৌশলে গাড়ি (চট্টমেট্্েরা ম-১১-০৭৩৫)নিয়ে পালিয়ে যায়। এদিকে সিসিএল এর ফিড অপারেটর সাগর জানায় দীর্ঘ দিন ধরে বাড়বকুন্ড এলাকা থেকে তার লক্ষাধিক টাকার ক্যাবল কেটে নিয়ে যায় একটি চক্র। তিনি সিএমসিএল কর্তৃক ক্যাবল চুরির ঘটনার নিন্দা জানিয়ে বলেন চক্রটি সীতাকুন্ডে একতরফা ব্যবসা করার জন্য দীর্ঘ দিন থেকে ষড়যন্ত্র করে আসছে। তিনি আরও জানায় এ মাসেই বাঁশবাড়িয়া কুমিরা এলাকা থেকে তার চুরির ঘটনা অজ্ঞাত আসামী করে থানায় একটি অভিযোগ করে।
এদিকে সীতাকুন্ডে সিসিএল এর হাজার হাজার গ্রাহক ডিসলইনের মাধ্যমে টেলিভিশন দেখতে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছে। ডিস লাইনের তার চুরি বন্ধ না হলে সীতাকুন্ড গ্রাহকরা ইলেক্ট্রনিক মিডিয়ার বিভিন্ন অনুষ্ঠান দেখা থেকে বঞ্চিত হবে।
এদিকে সীতাকুন্ড মডেল থানার ওসি সামিউল আলম জানায় ক্যাবল চুরির ঘটনাটি তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *