সংবাদ শিরোনাম
Home / পৌর সংবাদ / সীতাকুণ্ডে ফার্মেসীতে অভিযান- মুহুর্তেই বন্ধ হয়ে গেল ঔষধের দোকান

সীতাকুণ্ডে ফার্মেসীতে অভিযান- মুহুর্তেই বন্ধ হয়ে গেল ঔষধের দোকান

মোঃ জাহেদ,২৯ এপ্রিল(সীতাকু- টাইমস ডটকম) –

jarimana-picসীতাকুণ্ড পৌর সদরে ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪টি ঔষধের দোকানে বিশহাজার টাকা জরিমানা করেছে। খবর পেয়ে সীতাকুন্ড দক্ষিণ বাজারের সকল ঔষধের দোকান মুহুতেই বন্ধ হয়ে যায়। ফলে বিভিন্ন জায়গা থেকে আসা রোগী ও ক্রেতাদের বিপদে পড়তে দেখা গেছে। ২৯ এপ্রিল রবিবার বিকাল সাড়ে ৫টা উপজেলা নিবার্হী অফিসার শাহীন ইমরানের নেতৃত্বে ঔষধ প্রশাসন চট্টগ্রামের তত্ত্বাবধায়ক শংকর কুমার সরকারের পরিচালনায় বিভিন্ন ধরনের ঔষধে ড্রাগ প্রশাসনের লাইসেন্স না থাকায় ও সরকারী ঔষধ সুখী সহ অসংখ্যা অবৈধ ঔষধ পাওয়ায় ৪টি দোকানে মোট ২০হাজার টাকা জরিমানা করেন। এ সময় শিপ্রা ফার্মেসী ৫ হাজার,নয়ন ফার্মেসী ৩ হাজার,দীপক ফার্মেসী ১০ হাজার,জ্যোতি ফার্মেসী ২ হাজার টাকা। এসময় আরও উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন  তত্বাবধায়ক চট্টগ্রামের মাখন্ওুন তাবাসসুম,পরিদর্শক মাহফুজ উদ্দিন ভূইয়া।
কয়েকজন  ঔষধ ক্রেতারা অভিযোগ করে বলেন সীতাকুন্ড পৌরসদওে এত গুলো ঔষধের দোকানে ভেজাল ঔষধ বিক্রি করলে মানুষ যাবে কোথায়। তারা আরও জানান ভেজাল বিরোধী অভিযানের খবর পেয়ে সীতাকুণ্ড বাজারের প্রায় সব দোকান মুহুর্তেই বন্ধ করে মালিকরা দ্রুত ঘা ঢাকা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *