সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুন্ডে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

সীতাকুন্ডে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

এম কে মনির,সীতাকুন্ড টাইমসঃ
“জলবায়ু পরিবর্তের চ্যালেঞ্জ মোকাবিলায়, বিজ্ঞান ও প্রযুক্তি “এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে সীতাকুন্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়।এর আগে সীতাকুণ্ড উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিজ্ঞান র্্যালী বের করা হয়।র্্যালীতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।এসময় র্্যালীতে বিভিন্ন স্কুলের সহস্রাধিক ছাত্রছাত্রী ও শিক্ষক/শিক্ষিকা অংশ নেন।বিজ্ঞানর্্যালীটি উপজেলা পরিষদ থেক্ শুরু হয়ে সীতাকুন্ড বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলাগগ পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়ডপ বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন ঘোষনা করা হয়।উদ্বোধন ঘোষণা করেন সীতাকুন্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নুরুচ্ছাপা,উপজেলা প্রাণীসম্পদ অফিসার শাহজালাল মো:ইউনুূস,উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবু বক্করসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন।দুই দিন ব্যাপী এ বিজ্ঞান মেলায় মোট ১৬টি স্টল রয়েছে। এছাড়াও মেলায় কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়।মেলায় সীতাকুন্ড বিশ্ববিদ্যালয় কলেজ,সীতাকুন্ড সরকারি মহিলা কলেজ,লতিফা সিদ্দিকী কলেজ,সীতাকুন্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়,সীতাকুন্ড বালিকা উচ্চ বিদ্যালয়,জাফর নগর অর্পনা চরণ উচ্চ বিদ্যালয়,সিসিসি উচ্চ বিদ্যালয়,বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়,বাড়বকুন্ড উচ্চ বিদ্যালয়,মসজিদ্দা উচ্চ বিদ্যালয়,ভাটিয়ারি হাজী টিএসসি উচ্চ বিদ্যালয়,লতিফপুর আলহাজ্ব আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়,খাজা কালু শাহ উচ্চ বিদ্যালয়,মাদাম বিবিরহাট শাহাজাহান উচ্চ বিদ্যালয়সহ সীতাকুন্ড উপজেলার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলো অংশগ্রহণ করে।মেলায় শিক্ষার্থীরা লবণাক্ত পানি ও অকটেন থেকে জ্বালানি গ্যাস উৎপাদন,ভবিষ্যৎ ফায়ার ও এ্যাম্বুলেন্স, পানি বিশুদ্ধ করণ প্লান্ট, সাইলেনসর,ভাসমান চাষ পদ্বতিসহ উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করেন।এসময় শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *