সংবাদ শিরোনাম
Home / স্পোর্টস / সীতাকুন্ড ক্রিকেট লীগে বাংলা বয়েজ চ্যাম্পিয়ন

সীতাকুন্ড ক্রিকেট লীগে বাংলা বয়েজ চ্যাম্পিয়ন

খোরশেদ আলম, ১১মার্চ (সীতাকুন্ড টাইমস)

সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত কনফিডেন্স সিমেন্ট সীতাকুন্ড উপজেলা ক্রিকেট লীগের ফাইনাল খেলায় সীতাকুন্ড ক্রিকেট ক্লাবকে ১১৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাঁশবাড়ীয়া বাংলা বয়েজ ক্রিকেট ক্লাব। গতকাল শুক্রবার সকাল ৯টায় এসকেএম জুটমিল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টস জিতে প্রথমে ব্যাটিং করে বাঁশবাড়ীয়া বাংলা বয়েজ ক্রিকেট ক্লাব। তারা ৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২০ রান করতে সক্ষম হয়। জয়ের জন্য ২২১ রানের লক্ষ্যে খেলতে নেমে সীতাকু- ক্রিকেট ক্লাব ২৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৭ রান করে। লীগে ১১ উইকেট ও ৮৮ রান করে ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন নাজিম উদ্দিন। ১৬ ইউকেট নিয়ে সেরা বলার নির্বাচিত হন ফজলে এলাহি পায়েল ও ১৩১ রান করে সেরা ব্যাচম্যান নির্বাচিত হন কায়সার আহমদ। বিকাল ৩টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব দিদারুল আলম। সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার ও সীতাকুন্ড ক্রীড়া সংস্থার সভাপতি মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্যের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, সীতাকুন্ড উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম. আল মামুন, কনফিডেন্স সিমেন্ট লিঃ এর এসিসট্যান্ট ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং) মিরাজুল রহমান, সিনিয়র এক্সিউটিভ (সেলস এন্ড মার্কেটিং) সেলিম রেজা, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, এএসপি সার্কেল (সীতাকুন্ড মডেল থানা) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার আলীম উল্লা, এসকেএম জুট মিলস এর মহাব্যবস্থাপক মোঃ জসিম উদ্দিন, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, সীতাকুন্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসি, সাবেক সভাপতি এম. হেদায়েত, সহ-সভাপতি কাইয়ুম চৌধুরী, সাবেক সহ-সভাপতি এম. সেকান্দর হোসাইন, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, ছাদাকাত উল্লাহ মিয়াজ। এতে উপস্থিত ছিলেন, উপজেলা ক্রিড়া সংস্থার সহ-সভাপতি মোঃ সাঈদ মিয়া, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন টিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহেদ চৌধুরী ফারুক, উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *