সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ড শিবির নেতা গ্রেফতার ‍|| ভাইস চেয়ারম্যান ও জামায়াত শিবির নেতাদের বিরুদ্ধে আবারও মামলা ||

সীতাকুন্ড শিবির নেতা গ্রেফতার ‍|| ভাইস চেয়ারম্যান ও জামায়াত শিবির নেতাদের বিরুদ্ধে আবারও মামলা ||

পৌর প্রতিনিধি,
সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ঃ
সীতাকুন্ড পুলিশ রাতে অভিযান চালিয়ে শিবির নেতাসহ ২জনকে গ্রেফতার করেছে। পুলিশ সীতাকুন্ড পৌরসভার সভাপতি আবুল হোসেন ও জামায়াত কর্মী ফারুককে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ভাংচুর মামলায় কোর্টে প্রেরণ করেছে গতকাল।
এদিকে  গত ২দিনে রাতে সীতাকুন্ডে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় পুলিশ পৃথক পৃথক দুইটি মামলা দায়ের করেছে। মামলায় সীতাকুন্ড উপজেলার ভাইচ চেয়ারম্যান এডভোকেট মোস্তফা নুর ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি কুতুব উদ্দিন শিবলীকেও আসামী করা হয়েছে।  সূত্রে জানাযায়   মামলায় সীতাকুন্ড জামায়াতের সেক্রেটারী মোঃ তাহের পৌর জামায়াতের আমীর সদ্য কারামুক্ত তৌহিদুল হক চৌধুরী, জামায়াত নেতা মিজান ও মুরাদপুর জামায়াতের সভাপতি আশরাফ উদ্দিনসহ একটি মামালায় ৩৪জন (মামলা নং ১১.তারিখ ৯/৫/১৩)অপর মামলায় ৩৯জনকে আসামী করা হয়েছে(মামলা নং ১২ তারিখ ১০/৫/১৩)। বিশেষ ক্ষমতা আইনে  মামলা দুইটিতে প্রায় শতাধিক লোককে অজ্ঞাত আসামী করা হয়েছে। এদিকে পৌরজমায়াতের আমীর তৌহিদুল হক জানান রাতের অন্ধকারে কে বা কারা গাড়িতে আগুন দিয়ে ভাংচুর করেছে। তদন্ত না করে অন্ধ ভাবে পুলিশ জামায়াতের শীর্ষ নেতাদের নামে বারবার মামলা দিয়ে হয়রানী করছে। তিনি আরও জানান এভাবে একের পর এক মিথ্যা মামলা দিতে থাকলে জামায়াত শিবিরে নেতা কর্মীরা স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি নিতে প্রস্তুত থাকবে। মামলা দুইটির বাদী হয়েছে সীতাকুন্ড মডেল থানার এসআই নুরুল ইসলাম ও নুরুল আলম ভুঁইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *