সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সুহাসিনী ভোর- আবুল হোসাইন

সুহাসিনী ভোর- আবুল হোসাইন

সীতাকুণ্ড টাইমস ঃ

সুহাসিনী ভোর- আবুল হোসাইন

কেগো তুমি?
সুহাসিনী ভোর!

তোমাকে দেখবে বলে-
শিশিরে সবুজ করেছে স্নান ।

তোমাকে শোনাবে বলে –
কত পাখি কত মধুর সুরে
ধরেছে গান ,

তোমাকে হাসাবে বলে –
ফুটেছে বাগানে
কতনা নামের ফুল।

তুমি সুহাসিনী ভোর !
তুমি স্নীগ্ধ-
তোমাকে দেখে কত কবি-
কবি হয়েছে –
হয়েছেগো মনোমুগদ্ধ।

তোমাকে স্বাগত জানাবে বলে-
মুয়াজ্জিনের কন্ঠে বাজিলো
সেই চির চেনা সুর।

তুমি – তুমি সুহাসিনী ভোর!
তুমি বলো?
কেবা তোমায় রাঙালো আজি
শহীদি রাঙানো সাজে,

তুমি বলো?
কেবা তোমায় জান্নাতি হাওয়া
মাখালো গায়ে আজে।

মিনতি আমার – তুমি বলো?
বলো তুমি- যদি জানো –
যদি জানো তাহারি খোঁজ।

কতো মুমিনেরা কাঁদে –
রাত বিরাতে তাহারে –
পাহিবার আশে- রোজ।

সুহাসিনী ভোর! তোমাকে বলি –
বলিবেনা তুমি – কস্মিনকালে
আমিও আছি দিবা নিশি তাই
তাহারে স্বরিয়া রোলে—-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *