সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / হাফিজ জুট মিলে বকেয়া মজুরি ও বোনাসের দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা

হাফিজ জুট মিলে বকেয়া মজুরি ও বোনাসের দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
বকেয়া বেতন,বোনাস ও মজুরি কমিশনের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে
সরকারি রাষ্টাত্ব পাটকল প্রতিষ্ঠান হাফিজ জুট মিল শ্রমিকরা।
ঈদের আর মাত্র ২ দিন বাকি অথচ কখন শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাস পাবে তা জানাতে পারছেনা প্রশাসনিক কর্মকর্তারা।
আজ রবিবার সকাল ১০ টায় মিলের প্রবেশ মুখে শ্রমিক ও সিবিএ নেতারা সভা ও বিক্ষোভ মিছিল করে।
গত দুইদিন আগে সরকার তিন সপ্তাহ মজুরী ও বোনাস দেওয়ার কথা ঘোষনা দিলেও মিল ম্যানেজমেন্ট এখনো কোন পদক্ষেপ নেয়নি।

সিবিএ সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম চৌধুরী,সভাপতি নুর মোহাম্মদ মিলন সহ সকল নেতৃবৃন্দ জানান, বর্তমানে হাফিজ জুট মিলের সাড়ে তিন হাজার স্থায়ী-অস্থায়ী শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীর ছয় সপ্তাহের বেতনবকেয়া পড়েছে ৫ কোটি ২০ লাখ টাকা।
এছাড়া ৬-৭ বছর কোনো শ্রমিক পিএফ-গ্র্যাচুইটিও পাচ্ছেন না। বাস্তবায়ন হচ্ছে না মজুরি কমিশনও। ইতোমধ্যে শ্রমিকদের ৮ সাপ্তাহের বকেয়া বেতনও কর্মকর্তাদের তিন মাসের বেতন জমে গেছে। এখানে নিধারুন কষ্টে দিন কাটছে শ্রমিকদের।
তাই আগামী কয়েকঘন্টার মধ্যে বকেয়া মজুরী ও বোনাসের ব্যাবস্থা না হলে মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলন গড়ে তুলা হবে। বক্তারা আরো বলেন শ্রমিকরা ঈদ করতে না পারলে কাউকে ঈদ করতে দেওয়া হবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *