সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / মৃত্যু কত সহজ!!

মৃত্যু কত সহজ!!

আব্দুল গফুর,সীতাকুণ্ড টাইমসঃ

মৃত্যু কত সহজ, মানুষের জীবনের যেখানে এক সেকেন্ডের ভরসা নেই সেখানে আমরা বসে যুগ যুগান্তরের প্ল্যান করি!!! আহা জীবন!! ভদ্রলোকটি সাইফুজ্জামান সাহেব,বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক। গতকালও উনারা সুন্দর একটা দিন অতিবাহিত করেছে অনেক আনন্দ উল্লাসে। ফ্যামিলি ট্যুর করে বান্দরবান থেকে ঢাকায় ফিরছিলো,গাড়ী নিজেই ড্র্বাইভ করছিলো। আজ সকালে সীতাকুন্ডের ফৌজদারহাট বাইপাস এলাকায় লরির ধাক্কায় উনার গাড়ী দুমড়েমুছড়ে যায় একপাশ। স্পটেই মারা যায় উনার দুই মেয়ে,কিছুক্ষণ আগে উনিও এই পৃথিবীর সব মায়া ত্যাগ করে চলে যেতে হয়েছে। মৃত্যু এমনই এক অনিবার্য সত্য অথচ যা আমরা এড়িয়ে চলি, ভুলে থাকতে চাই। উনার স্ত্রী আর নিষ্পাপ ছেলেটাও চট্টগ্রাম মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। একজন মানুষের মৃত্যু মানে অনেকগুলো স্বপ্নের মৃত্যু, অনেক সম্ভাবনার কিন্তু স্রষ্ঠার ডাক পড়লে যে কারোরই নিস্তার নেই। আল্লাহ্ সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের সকল সদস্যকে শহীদের মর্যাদা দিন। এবং উক্ত মৃত্যু থেকে আমাদের শিক্ষা নেয়ার তৌফিক দিন। আজই আমার জীবনের শেষ দিন হতে পারে ঠিক এমন বাস্তবতায় বিশ্বাস করেই হোক আমাদের সকল প্রাত্যহিক কাজকর্ম, ইবাদতবন্দেগী। মহান রবের সন্তুষ্টি অর্জনই হোক আমাদের জীবনের মূল লক্ষ্য। প্রতিদিনের ব্যস্ততা শেষে আমাদের আত্মসমালোচনা করার জন্যে একটা সময় বাজেট থাকা দরকার,দিনে কতটা ভালো কাজ করলাম তা নিজের বিবেককে প্রশ্ন করার জন্যে। নিজের কাছে নিজে পরিচ্ছন্ন থাকলে দুনিয়ার হিসাব যেমন সহজ হবে তেমনি আখিরাতের হিসাবও অনেক সহজ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *