সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / অবশেষে স্বপদে সীতাকুণ্ডের সেই বিএনপি নেতা

অবশেষে স্বপদে সীতাকুণ্ডের সেই বিএনপি নেতা

সীতাকুণ্ড টাইমস ডেস্ক ঃ
৫ মাস পর পদ ফিরে ফেলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর। বৃহস্পতিবার (২৫ মার্চ) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উল্লেখ, গত বছরের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান ফেসবুকে শেয়ার করায় পাশাপাশি স্থানীয় সাংসদ দিদারুল আলমের বক্তব্য দেওয়া একটি ছবির সঙ্গে ‘বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত’ এমন একটি পোস্ট শেয়ার করা হয়।

আর সেটি শেয়ার করা হয় উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল আলমের ফেসবুক থেকে। একারণে ওই বছরের ১লা নভেম্বর জহুরুল আলম জহুর এর পদ স্থগিত করেন কেন্দ্রীয় বিএনপি। রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ইতোপূর্বে আপনাকে দলের শৃংখলাপরিপহ্নী কাজের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য পদ স্থগিত করা হয়। আপনার আবেদনের প্রেক্ষিতে পদ পদবী স্থগিতাদেশ প্রত্যাহার পূর্বক দুইটি পদ পূনর্বহাল করা হলো। এ সময় তিনি দলের ঐক্য সুদৃঢ় করে দলকে আরো শক্তিশালী করে কাজ করার জন্য তার প্রতি আহ্বান জানান। এদিকে স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জহুরুল আলম জহুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *