সীতাকুণ্ড টাইমসঃ
অবসর
শান্তি ময়ী চৌধুরী
————————–
কর্ম জীবন প্রথম যে দিন হয়েছিল শুরু,
কখন যে হয়ে গেলাম ছাত্রছাত্রীর গুরু।
ধীরে ধীরে কর্ম জীবন চলতে লাগলো বেশ,
চাকুরীর বয়স কখন জানি হয়ে গেল শেষ।
আজ আমি নিলাম অবসর কর্মটা আর নাই,
অন্ধকারে ছেড়ে গেছে আমার জীবন তাই।
বসন্তের ঝরা পাতার মত আমিও গেলাম ঝরে,
কর্ম জীবনের স্মৃতি গুলো শুধুই মনে পড়ে।
বয়স বাড়ার সংগে সংগে অবসর হলাম আজ,
গ্রাস করেছে কষ্ট গুলো হাতে নাই আর কাজ।
অবসর একটা কষ্টদায়ক শব্দ ব্যাথা লাগে বুকে,
ভাবতে ভাবতে দিন চলে যায় কথা না আসে মুখে।
মনে পড়ে যায় টিফিনের সময় গল্প করতাম কত,
টিফিনটা আজ ঠিকই আছে শুধু শান্তিটাই হলো গত।
অবসর জীবনে সব শান্তি নিয়ে গেল যে,
দিন কাটবে একা একা সহকর্মীদের ছেড়ে।
হারিয়ে ফেললাম কর্মস্হল শুধু রইল পরে ঘর,
৫৯ বছর একদিন সবার হবে সবাই নিবে অবসর।
—————**——————–
২৫/০১/২০২৪ ইং