সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
সীতাকুণ্ড পৌরসদর সহ বিভিন্ন এলাকায় আজ জুমার নামাজ শেষে মুসল্লীরা বিক্ষোভ মিছিল করেছে।
আজ সীতাকুণ্ড পৌরসদরে
বৈষম্য বিরোধী ছাত্র সমাজ সীতাকুণ্ডের আয়োজনে এডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফের খুনিদের ফাঁসি ও জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে মুসলিম জনতা এক বিশাল বিক্ষোভ মিছিল করছে। শুক্রবার জুমার নামাজের পর সীতাকুণ্ড কামিল এম এ মাদ্রাসা(আলিয়া মাদ্রাসা)সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর সদরের উত্তর বাইপাস থেকে দক্ষিণ বাইপাস পদক্ষিণ করে সংক্ষিপ্ত আলোচনা সভা ও বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলার সাবেক আমির মাওলানা তাওহীদুল হক চৌধুরী বলেন,”আমাদের আজকের এই বিক্ষোভ হিন্দু ভাইদের বিরুদ্ধে নয়। জঙ্গি সংগঠন ইসকনের বিরুদ্ধে। কারণ ইসকন একটি জঙ্গি সংগঠন। যেটার একাধিক প্রমাণ আপনারাই ইতিমধ্যে পেয়েছেন। এই জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধ করতে হবে। সীতাকুণ্ড এই সংগঠনের লোকজন রয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো দ্রুত এদেরকে আইনের আওতায় আনুন। ছাত্রলীগ ও যুবলীগদের উদ্দেশ্য করে তিনি বলেন,ইসকনের ছদ্মবেশে তোমরা যা করতেছো,আমরা তা মানতে পারতেছি না। শক্ত হাতে তোমাদের প্রতিহত করব। তোমাদের নেত্রী যেভাবে পালিয়ে গেছে,সেভাবে তোমরাও পালিয়ে যাও। না হয় তোমাদের কেউ বাঁচাতে পারবে না।”
![](https://www.sitakundtimes.com/wp-content/uploads/2024/11/IMG_20241129_162104-660x330.jpg)