সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
কাতারে বসবাসরত চট্টগ্রাম সীতাকুন্ডের পাঁচ হাজার প্রবাসীর মধ্যে পারস্পরিক যোগাযোগ সেতুবন্ধন তৈরির লক্ষ্য গঠিত হলো কাতারস্থ সীতাকুন্ড সমিতি।
স্থানীয় সময় শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে কাতারের দ্বিতীয় সিটি আল খোর পারপেল বিচে এক আনন্দ ভ্রমণ ও আলোচনা সভার মাধ্যমে সীতাকুন্ড সমিতির যাত্রা হয়।
সংগঠনের আহ্বায়ক রিয়াজ রানার সভাপতিত্বে এবং ইকবাল হোসেন খোকন ও মোহাম্মদ শাহীন যৌথ পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইসমাইল হোসেন বাবুল, মোহাম্মদ নুরুল মোস্তফা, লোকমান গনী, শাহাদাত হোসেন সাদ্দাম, ইমাম হোসেন রুবেল, কাজী আনোয়ার, আরিফ হোসেন ভূইয়া, ফজলুল ফারুক, নাজমুল হাসান শিমুল প্রমুখ।
সংগঠনটির আহ্বায়ক রিয়াজ রানা বলেন, কাতারে অবস্থানরত সীতাকুন্ড বাসীর বিপদে আপদে সীতাকুন্ড সমিতি প্রবাসীদের পাশে থাকবে। সীতাকুন্ড সমিতি অরাজনৈতিক সংগঠন হিসেবে পরিচালিত হবে। অসহায় দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাবে এ সমিতি।