নিজস্ব প্রতিবেদক,সীতাকুণ্ড টাইমস
আজ বৃহত্তর চট্টগ্রাম সমিতি ক্যূইবেক কানাডা‘র আগামী ২ বছরের জন্য সভাপতি পদে মুক্তিযোদ্ধা মোঃ এয়াকুব ও সাধারণ সম্পাদক পদে মোঃ খোরশেদ চৌধুরী , সাংগঠনিক সম্পাদক আল আমিন সিকদার টুটুল কে নির্বাচিত করেছে।
সীতাকুণ্ড ছোট কুমিরা মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ের ১৯৯০ ব্যাচের মোঃ খোরশেদ চৌধুরীকে কানাডার কুইবেক বৃহত্তর চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে ১৯৯০ ব্যাচের মনোয়ারুল হক,ইঞ্জিনিয়ার মাসুদ,এডভোকেট ধরমেন্দু ,সাংবাদিক জাহাঙ্গীর আলম বিএসসি,ব্যবসায়ী আবু তাহের ভুট্টু,জসিম উদ্দিন, নুর উদ্দিন সিপন,জাহাঙ্গীর আলম,মুজিবুল হক,মোঃ করিম,সঞ্জয় দত্ত, রুবেল,ইমাম হোসেন, সফিউল আযম,উত্তম কর প্রমুখ।
খোরশেদ চৌধুরী কুমিরা ইউপির চেয়ারম্যান মোরশেদ চৌধুরীর ছোট ভাই।
