সীতাকুণ্ড টাইমস ডেস্ক ঃ সীতাকুণ্ড কুমিরা গুলআহমদ জুট মিলস এর সাবেক শ্রমিক নেতা আমিনুর রহমান (৯০) এর জানাযা আজ সকাল ১১টায় হাম্মাদিয়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযা নামাজের ইমামতি করেন সীতাকুণ্ড কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওসমান গনি।
মৃত্যুকালে তিনি ৭ ছেলে ৩ মেয়ে নাতি নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য তিনি আজ নিজ বাড়ি কুমিরা মছজিদ্দা পাথার পাড়া গ্রামে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন।
তিনি দীর্ঘদিন পর্যন্ত গুলআহম্দ জুট মিলের শ্রমিক নেতা ছিলেন।