নির্দেশ বড়ুয়া,২১আগষ্ট(সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ড উপজেলার কুমির আবাসিক উচ্চ বিদ্যালয় বনাম মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ের মধ্যে আন্তস্কুল ফুটবল ক্রীড়া প্রতিযোগীতা ২০১৩ইং উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট সোমবার বিকাল সাড়ে ৩টায় কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় মছজিদ্দা উচ্চ বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৬-৩ গোলে হারিয়ে জয়লাভ করে। এই খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের অধিনায়ক আব্দুল মোতালেব মুন্না। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন। খেলার উদ্বোধনকালে দুই স্কুলের খেলোয়ারদের সাথে কৌশল বিনিময় করেন কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ আজম, সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম, প্রশাসক মনোচন্দ্র রবি দাশ,মাষ্টার ধনপতি আইচ,মাষ্টার মঈনুদ্দিন, আলি নেওয়াজ, ক্রীড়া শিক্ষক মোঃ মহসিন আমিন, খেলার মাঠ কমিটির মধ্যে ছিলেন মঞ্জুরুল আলম, কাজী জাহিদ, নজরুল ইসলাম বাবুল, মিলন কান্তি বিশ্বাস, জাহিদুল আলম প্রমূখ। খেলা পরিচালনা করেন আব্দুল নোমান খোকন।
