সীতাকুণ্ড টাইমস ডেস্ক ঃঃ সরকার প্রান্তিক পর্যায়ের মানুষদের কাছে ব্যাংকের সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকের প্রসার করেছে। ইসলামী ব্যাংক সারাদেশে প্রায় ৩হাজার এজেন্ট ব্যাংকের মাধ্যমে গ্রামীন মানুষদের নিকট ব্যাংকের সেবা পৌঁছে দিচ্ছে। সীতাকুণ্ড কুমিরা জিপিএইচ গেইট সংলগ্ন এলাকায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা সত্যিই প্রশংসনীয়। ৩ অক্টোবর সকাল ১১টায়
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড জিপিএইচ গেইট এজেন্ট শাখার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত গ্রাহক সম্মাননা প্রদান অনুষ্টানে প্রধান অতিথি কুমিরা ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ হোসেন চৌধুরী উপরোক্ত বক্তব্য রাখেন।
আল আরব এন্টারপ্রাইজ এর পরিচালক সাংবাদিক জাহাঙ্গীর আলম এর সঞ্চালনে ও ইঞ্জিনিয়ার কামরুদৌজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা রাখেন প্রধান আলোচক ইসলামী ব্যাংক সীতাকুণ্ড শাখার ম্যানেজার মোঃ মনজুরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড ডায়াবেটিস এন্ড জেনারেল হসপিটাল এর নির্বাহী পরিচালক লায়ন গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় এমটিডিআর পর্যায়ে সেরা গ্রাহক বিশিষ্ট সমাজ সেবক লায়ন মোঃ শাহজাহান, সিকিউর প্রপাটিজ ম্যানেজমেন্ট লিঃ এর ভঅইস চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেন,দৈনিক পূর্বদেশ প্রতিনিধি সাংবাদিক জাহেদুল আনোয়ার চৌধুরী, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি কৃষ্ণ চন্দ্র দাস।
এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম একাউন্ট ও অনলাইন লেনদেন গ্রাহকদেরকে পুরস্কৃত করা হয়।