প্রেস বিজ্ঞপ্তি, সীতাকুণ্ড টাইমসঃঃ
যুক্তরাজ্যের নর্থহ্যাম্পটনে বিএন্ডএফ কর্পোরেটের এর ২য় শাখা ‘বিএন্ডএফ কারস’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। গত ৩ই ডিসেম্বর যুক্তরাজ্য সময় বিকেল ০২ টায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ শাখার উদ্বোধন করেন নর্থহ্যাম্পটন সিটির কাউন্সিলর এনাম হক৷ বিএন্ডএফ কর্পোরেটের চেয়ারম্যান মহিউদ্দিন বহদ্দা চৌধুরী, পরিচালক আদমজী বহদ্দা চৌধুরী, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মাসুম সামজাদ ,সীতাকুণ্ড সমিতি ইউকের উপদেষ্টা মোজাম্মেল হক, সভাপতি সাঈদুর রহমান মঞ্জু, সেক্রেটারী সাংবাদিক সেলিম হোসাইন,ধর্মীয় বিষয়ক সম্পাদক আবদুল হক রাশেদ,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, সাংস্কৃতিক সম্পাদক নুরুল হুদা রিপন। কমিউনিটির অন্তত ১৫০ অতিথি উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে গত বছর বিএন্ডএফ কর্পোরেটের পরিবহন ব্যবসার ১ম শাখা ‘সাইস্টোন অটোস’ এর উদ্বোধন করা হয় লেস্টার সিটিতে। শাখাটি সাফল্যের সাথে ব্যবসা পরিচালনা করার বছর অতিক্রম করার পর নর্থহ্যাম্পটনে ২য় শাখার উদ্বোধন করা হল। বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সীতাকুন্ডের কৃতি সন্তান মহিউদ্দিন বহদ্দা চৌধুরী দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে সাফল্যের সাথে ব্যবসাবাণিজ্য করে যাচ্ছেন। যুক্তরাজ্যে ও বাংলাদেশে বিএন্ডএফ কর্পোরেটের স্বতন্ত্র শাখা ও ব্যবসাবাণিজ্য রয়েছে। যাতে সহস্রাধিক মানুষের কর্মসংস্থান হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। নর্থহ্যাম্পটন সিটিতে গাড়ির শো-রুমের ২য় শাখা উদ্বোধনের মাধ্যমে বিএন্ডএফ কর্পোরেট সাফল্যের অগ্রযাত্রায় আরো এক ধাপ এগিয়ে গেলো। প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সাফল্যের ভূয়সী প্রশংসা করেন উদ্বোধন অনুষ্ঠানে আগত অতিথিরা। বি এন্ড এফ কার নামে এই শো রুমে প্রায় ২৫০ এরও অধিক কার রাখার ব্যবস্থা রয়েছে।
Home / প্রথম পাতা / চট্টগ্রামের সীতাকুণ্ডের ছেলে মহিউদ্দীন বহদ্দা চৌধুরী মাহীর গাড়ির দ্বিতীয শো রুমের উদ্বোধন ইংল্যান্ডের নর্থহ্যামটন শহরে