সংবাদ শিরোনাম
Home / আইন আদালত / চট্টগ্রামে আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
চট্টগ্রামে আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী পরিচিতি সভা
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০১৮ উপলক্ষে বিএনপি জামায়াত পন্থি আইনজীবীদের নির্বাচনী জোট ‘আইনজীবী ঐক্য পরিষদ চট্টগ্রাম” মনোনীত প্যানেল পরিচিত সভা ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৯ নভেম্বর) বিকাল তিনটায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এ প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি কার্যকরী পরিষদ নির্বাচন ২০১৮ অংশগ্রহণকারী বিএনপি জামায়াত সমর্থিত প্যানেল “আইনজীবী ঐক্য পরিষদ চট্টগ্রাম” কর্তৃক মনোনীত প্রার্থীরা হলেন – সভাপতি পদে অ্যাডভোকেট এ কে এম বদরুল আনোয়ার, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ইছহাক, সহসভাপতি মোঃ নুরুদ্দিন আরিফ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ কবির হোসাইন, অর্থ সম্পাদক মোঃ শফিউল হক চৌধুরী (সেলিম), পাঠাগার সম্পাদক মোঃ নুরুল করিম (এরফান), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হাসনাহেনা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ হেলাল উদ্দিন আবু।

এছাড়া সদস্য পদে মোঃ এনামুল হক, মোঃ আকিব চৌধুরী, মোঃ সরোয়ার হোসেন লাভলু, মোঃ আলী ইয়াছিন, মোঃ লোকমান, মোঃ এহসানুল হক, মোঃ ইয়াছিন, মোঃ ওমর ফারুক।

অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন। এছাড়া বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মোঃ সানাউল্লাহ মিয়া, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ কবির চৌধুরী, এবং বার কাউন্সিলের সাবেক সদস্য অ্যাডভোকেট শামসুদ্দীন আহমদ মীর্জা।

আইনজীবী ঐক্য পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মুহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দেশের বিচার বিভাগের স্বাধীনতা, আইনজীবীদের অধিকার, স্বার্থ, মান-মর্যাদা সমুন্নত রাখতে ঐক্য পরিষদের মনোনীত প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমে চট্টগ্রাম বারের নেতৃত্বে আনার আহব্বান জানান। এবং আগামী বছর জাতীয় নির্বাচনের বছর উল্লেখ করে বলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উল্লেখ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাড জয়নাল আবেদীন বলেন, ” সম্প্রতি দেশের সাতটি জেলা বার এসোসিয়েশন এর নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের নিরঙ্কুশ বিজয় ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের চরম ভরাডুবি হয়েছে। চট্টগ্রাম বারেও বিএনপির প্যানেল এর জয়লাভ হবে বলে আশাবাদ ব্যক্ত করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *