সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ : মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের মাঝখানে চাপা পড়ে রিমন চন্দ্র দে (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বন্দরের এনসিবি গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রিমন সীতাকুণ্ড এলাকার রঞ্জন দে’র ছেলে। প্রাণ আরএফএল গ্রুপে চাকরি করতেন তিনি।
বন্দর থানার এসআই মাসুদুর রহমান জানান, এনসিবি গেইট এলাকায় মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের মাঝখানে চাপা পড়ে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।
পরিবারের বরাত দিয়ে রিমনের বন্ধু বিপ্লব জানান, চাকরির সুবাদে পণ্য খালাস করতে রিমন সকালে মোটরসাইকেল নিয়ে বন্দরের ভেতরে ঢুকে। পরে সেখানে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তার পরিবারে বাবা, মা, স্ত্রী ও এক বছরের একটি মেয়ে আছে।