সীতাকুন্ড টাইমস ডেস্কঃ
কুমিরা – গুপ্তছড়া – বাঁশবাড়িয়া নৌ ঘাটে যাত্রী হয়রানি,চাঁদাবাজি,রাজনৈতিক প্রভাব বিস্তার,উন্নয়ন কাজে বাঁধাদানের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান।
১১ই জানুয়ারী ২০২৪ইং, শনিবার সন্দ্বীপবাসীর যাতায়াতের অন্যতম নৌ পথ কুমিরা- গুপ্তছড়া ও বাঁশবাড়িয়া ফেরী ঘাটে যাত্রী হয়রানি, বেসরকারি নৌ অপারেটদের নৌ পরিবহন পরিচালনায় বাঁধা দান এবং চাঁদাবাজির বিরুদ্ধে ১১ জানুয়ারি শনিবার বেলা ১২ টায় জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে কুমিরা ঘাটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমির ও সন্দ্বীপের কৃতি সন্তান আলাউদ্দিন শিকদারের নেতৃত্বে বাঁশবাড়িয়া ফেরি ঘাট পরিদর্শন শেষে কুমিরা নৌ ঘাটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, সিনিয়র সাংবাদিক মাহবুবুল মাওলা রিপন, সীতাকুন্ড উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট আশরাফুর রহমান,উপজেলা জামায়াতের ক্রিড়া ও যুব এবং শিল্প বানিজ্য সম্পাদক শামসুল হুদা, অ্যাডভোকেট আশ্রাফ হুসাইন,ইলিয়াস হোসেন,মাসুদ হোসাইন,জসিম উদ্দিন,হাসান মেম্বার, বৈষম্য বিরোধী যাত্রী আন্দোলনের আহবায়ক নজরুল মাহমুদসহ উপজেলা ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
সন্দ্বীপবাসীর নৌ পথে কৃত্রিম সংকট সৃষ্টি করে জোরপূর্বকভাবে যাত্রীদের পকেট হতে টাকা হাতিয়ে নেয়ার পথ বন্ধ করতে এবং বেসামরিক অপারেটদের নিরাপত্তা ও নিশ্চিন্তে নৌ পরিবহন সেবা প্রদানের জন্য ফেরি ঘাটে কোষ্টগার্ড, নৌ পুলিশ ও আনসার ক্যাম্প স্থাপন করতে বিআইডব্লিউ টিএ’র প্রতি অনুরোধ করেন জামায়াত নেতা আলাউদ্দীন সিকদার। বিক্ষোভ সমাবেশে উপদেষ্টা জনাব ফাওজুল কবির খান মহোদয়ের প্রতি জামায়াতে ইসলামীর পক্ষ হতে কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা। নৌ বন্দর এবং উপকূলীয় নৌ বন্দর এলাকা হতে জেলা পরিষদ বিতারিত হয়েছে। সন্দ্বীপের চার লাখ বাসিন্দার নৌ পথে যাতায়াতের পথে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান একচেটিয়াভাবে ব্যবসা করার পথ বন্ধ হয়ে গেছে। সরকারের নিকট হতে অনুমোদন নিয়ে একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান আধুনিক ও টেকসই নৌ পরিবহন পরিচালনার জন্য আহবান করেন বক্তারা। উন্মুক্ত নৌ ঘাটে নতুন নতুন বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের যাত্রীসেবার মান বাড়ানোর জন্য আহবান করা হয়। সন্দ্বীপবাসীর যাতায়াত এবং উন্নয়নের পথে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাইলে তাদেরকে সামাজিকভাবে প্রতিরোধ করতে আহবান করেন বক্তারা। দ্বীপবাসীর প্রতিটি যৌক্তিক ও ন্যায্য দাবী আদায়ের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় পাশে থাকার ঘোষণা দেন উত্তর জেলা আমির।এসময় তিনি জামায়াত নেতৃবৃন্দকে সাথে নিয়ে ফেরির কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট সেনা বাহিনী,ইঞ্জিনিয়ার,সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেন।