মোস্তফা নূর, সীতাকুণ্ড টাইমসঃ
এক সময় রাতের উঠোনে দৌড়েছি চাঁদকে দৌড়াতে
সেও নারকেল গাছের আড়াল মাড়িয়ে দৌড়েছিলো।
তাকে ক্লান্ত করতে পারিনি, জোনাকীদের সাথে
রেখে ঘুমোতে গিয়েছি অবশেষে ক্লান্ত বালক আমি।
জোছনা আসে, জানালায় উঁকি দেয় দরজায় দাঁড়ায়-
চাঁদের সংবাদ দেয়, আবার হারায়।
কতক্ষণ দাঁড়াবে সে আমার দৃষ্টি আকর্ষনে।
তারকাদের ভরণ-পোষনে আমার দৌড়ঝাপ এখন
এখনো চাঁদ উঠে ঠিকই, আমার উঠোন বেদখল
ওখানে আরেক পরিবারের বসতঘর।
চিরকাল জোছনা মাখা যায়না কেনো জানিনা।
কেউ কেউ নাকি চিরকাল একই রকম থাকে
কলম বন্ধ করে রাখা কোনো বিদগ্ধ কবি আছো কি
জোছনা মাখার কৌশলটা বলে দেবে আমাকে!
ঘরের ভেতরে বন্দিদের কেউ জোছনা মাখতে পারেনা
কারাগারের লকাপের মধ্যে আমার নিষিদ্ধ রাত
ছটফট করে, রুদ্ধ জানালায় কাঁদে হলুদ পাখী
বদ্ধস্বর বাক্য চুষে নেয় যেমন করে।
ছাদের বাইরে যেতে মন চায়, দায়িত্বহীন শৈশব ডাকে।
চাঁদের সাথে দেখা হয়না বহুদিন,
প্রজাপতি ফড়িংয়ের পিছু নিতেও সময় নেই আমার।