সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
ছোটকুমিরা লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা নুর উদ্দীন এর একমাত্র ছেলে হাফেজ মুতাসিম বিল্লাহ বৃহস্পতিবার ছোটকুমিরা কলেজ রোডস্থ ভাড়া বাসা থেকে সকালে নামাজের জন্য বের হয়ে আর ফিরে আসেনি। একমাত্র ছেলেকে গতকাল সারাদিন রাত বিভিন্ন জায়গায় খোঁজে না পেয়ে শিক্ষক নুর উদ্দিন সীতাকুণ্ড মডেল থানায় জিডি করেছে শুক্রবারে।জিডি নং ১৬১৮।
নুর উদ্দিন জানায় তার ছেলের বয়স ১৫। সে বৃহস্পতিবার সকালে ঘর থেকে বের হয়ে আর আসেনি।আমরা ধারনা করেছিলাম নামাজ পড়ে একটু হাঁটতে বপর হয়েছে কিন্তু বেলা বাড়ার পরও সে ফিরে না আসায় আমরা তাকে আশেপাশে তার বন্ধু বান্ধব এবং আমাদের আত্মীয় সজন সব জায়গায় খুঁজে পায়নি। সে ছোট কুমিরা নুরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র। কোন ব্যক্তি তাকে পেলে সীতাকুণ্ড মডেল থানায় বা ছোটকুমিরা লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে তার পিতা। মোবাইলে যোগাযোগ 01814714817