সীতাকুণ্ড(চট্টগ্রাম)সংবাদদাতা ঃ
সীতাকুণ্ড ছোটকুমিরা বাজার এজেন্ট ব্যাংক আউটলেট এর শুভ উদ্বোধন হয়েছে । গ্রামের প্রান্তিক মানুষদের ব্যাংকিং সেবা পৌছে দিতে সারাদেশে ইসলামী ব্যাংক প্রায় ৩হাজার এজেল্ট ব্যাংক চালু করেছে। তারই ধারাবাহিকতা সীতাকুণ্ডের বহুল আলোচিত বাজার হাজার মানুষের লেনদেনের মূল স্পট ছোট কুমিরা বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখাটি উদ্বোধন উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের ডিরেক্টর বোর্ডের সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ড. ফসিউল আলম।
গতকাল সকালে সীতাকুণ্ড ইসলামী ব্যাংকের ম্যানেজার মুনজুরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের ডিরেক্টর বোর্ডের সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ড. ফসিউল আলম। প্রধান আলোচক ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক সৈয়দ ফোরকান আবু, বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড পৌরসদর দোকান মালিক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মোঃ ওয়াহিদী, ছোটকুমিরা বাজার কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল সওদাগর,সীতাকুণ্ড কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট শিল্পী মোঃ কায়সারুল আলম,সেক্রেটারী ডাঃ সজল,সাংবাদিক জাহেদুল আনোয়ার চৌধুরী,ডাক্তার প্রদীপ কর, মোরশেদুল আলম চৌধুরী প্রমুখ। ছোটকুমিরা বাজার এজেন্ট শাখার প্রোপ্রাইটর মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনে অনুষ্টিত আলোচানা সভায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক সীতাকুণ্ড শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ জাকির হোসাইন, শুভেচ্ছা বক্তব্্য রাখেন আল আরব এন্টারপ্রাইজ এর সদস্য ইঞ্জিনিয়ার কামরুদৌজা,মোঃ দিলসাদ আলম, সেলিম উদ্দিন প্রমুখ । আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা ফিতা কেটে ছোটকুমিরা বাজার এজেন্ট শাখাটি উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মুনাজাত পরিচালনা করেনে নুরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুন্নবী ।
![](https://www.sitakundtimes.com/wp-content/uploads/2023/09/382191745_337568528637985_5836156808548271474_n-660x330.jpg)