কাইয়ুম চৌধুরী, সীতাকুন্ড টাইমসঃ
শুক্রবার (১৭ মার্চ) জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড ও লিও ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
বাড়বকুণ্ড ডঃ মুহাম্মদ হোসেন একাডেমি প্রায় ২৫০ ছাত্র/ছাত্রীকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালিত হয়।
রক্তের গ্রুপ নির্ণয় করতে যেখানে ১শ টাকা খরচ করতে হয় সেখানে ফ্রিতে রক্তের গ্রুপ জানতে পেরে আনন্দিত ছাত্র/ছাত্রী ও অভিবাবকরা।
এসময় রক্তের গ্রুপ নির্ণয় কেন প্রয়োজন সে বিষয়টি তাদের সামনে উপস্থাপন করেন সামাজিক লিও ক্লাব অব চিটাগাং এর স্বেচ্ছাসেবকরা।
এতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের সাবেক সভাপতি লায়ন মোঃ গিয়াস উদ্দিন, লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের সদ্য প্রাক্তন সভাপতি লায়ন মোঃ বেলাল হোসেন, লিও ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের প্রাক্তন লিও এডভাইজার লায়ন নাসির উদ্দিন মানিক, জোন চেয়ারপারসন লায়ন কাজী আলী আকবর জাসেদ, লায়ন মোঃ শাহজাহান,
লায়ন ক্যাপ্টেন মোহাম্মদ তানভীর, লিও ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের ক্লাব ডিরেক্টর লিও মুহাম্মদ নাজিমুজ্জামান রাশেদ , লিও ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের সদ্য প্রাক্তন সভাপতি লিও মোঃ জিয়াউল হক লিও ক্লাব অব, চিটাগাং সীতাকুণ্ডের সেক্রেটারি লিও মোঃ আইনুল করিম ফিরোজ, সিস্টার কো-অর্ডিনেটর লিও নুসরাত জাহান রিক্তা, লিও মোঃ রাফি চৌধুরী,লিও রাকিব,লিও আরাফাত মিয়াজী,লিও তৌহিদ,লিও নাজমুল প্রমখু।
এমন মানবিক উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও শিক্ষকরা।