সংবাদ শিরোনাম
Home / ইউনিয়ন সংবাদ / জোড়ামতলে মোবাইল চুরির অজুহাতে এক মাদ্রাসা ছাত্র প্রহৃত || এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে গণধোলায় ||

জোড়ামতলে মোবাইল চুরির অজুহাতে এক মাদ্রাসা ছাত্র প্রহৃত || এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে গণধোলায় ||

সোনাইছড়ি প্রতিনিধি, ৪ জুন (সীতাকুন্ড টাইমস ডটকম)student-injure-times
সীতাকুন্ড জোড়ামতলে  একটি হেফজখানায় মোবাইল চুরির ঘটনায় এক ছাত্রকে বেত্রঘাতের পর এলাকা বাসী এসে হেফজ খানার শিক্ষক পিটিয়ে আহত করেছে। স্থানীয় সূত্রে জানাযায় ৪ জুন মঙ্গলবার সকাল এাগারটার সময় কুমিরা পাক্কা মসজিদ এলাকার পাহাড়ের পাদদেশে অবস্থিত ইবনে আব্বাস হাফেজিয়া মাদ্রাসায় এঘটনা ঘটে।  ঐ মাদ্রাসার শিক্ষক আব্দুর রহিম চার দিন মাদ্রাসায় না আসা ছাত্র ইউছুফখান সাগর( ১২) কে ফোন করে ডেকে নিয়ে মোবাইল চোরের অপরাধে বেধড়ক পিটায়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা এসে হেফজখানার শিক্ষককে উল্টো পিটাতে থাকে। পুলিশ খবর পেয়ে জনতার হাত থেকে আহত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে আহত ছাত্র সাগরের বড় বোন রুমা আক্তার বলেন ৪ দিন আগে তার দাদি মারা যাওয়ার ছুটি নিয়ে দেশের বাড়িতে যায়। বাড়ি থেকে আসার পর ঘটনার দিন মাদ্রাসার শিক্ষক ফোন করে ডেকে নিয়ে মাদ্রাসায় সাগরকে পিটিয়ে আহত করে মোবাইল চুরির অভিযোগ দিয়ে । আহত শিক্ষক ও ছাত্রকে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  সীতাকু- মডেল থানার এস আই জয়নাল আবেদিন বলেন,অভিযুক্ত শিক্ষককে আমরা এলাকাবাসীর কাজ থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হাজতে নিয়ে আসি। এ ব্যাপারে ছাত্রের বোন রুমা আক্তার বাদী হয়ে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককের বিরুদ্ধে মামলা করছে বলেও তিনি জানান। এদিকে মাদ্রাসার পরিচালক আব্দুল মান্নান মোবাইল চুরি বিষয়ে ছাত্র পিটানোর ঘটনা স্বীকার করে বলেন ঘটনার জের ধরে মাদ্রাসার শিক্ষক আব্দুর রহিমকে এলাকার কিছু উৎশৃংখল যুবক ধরে নিয়ে পিটিয়ে আহত করেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ নূর উদ্দিন রাশেদ বলেন,লাঠির এলোপাথারি আঘাতে মাদ্রাসার ছাত্র সাগরের পুরো পিঠসহ বাম পায়ে জখমের চিহ্ন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *