সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / দিশারী ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ সম্পন্ন

দিশারী ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ সম্পন্ন

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ

“সবুজে সবুজে ভরবে দেশ, গড়ব সোনার বাংলাদেশ দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ” এই স্লোগান নিয়ে বৃক্ষরোপণ অভিযান ২০২৪ উপলক্ষে দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড, মিরেশ্বরাই ও চট্টগ্রাম সিটিতে বিভিন্ন সামাজিক সংগঠনের মাঝে বৃক্ষ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন এবং সীতাকুণ্ডের বিভিন্ন দৃষ্টিনন্দন স্থানে বিভিন্ন বনোজ, ফলজ, ঔষুধি গাছের চারা যেমন বহেরা , হর্তকি , আমলকি অর্জুন, সোনালু, কৃষ্ণচূড়া, শিলকড়াই, রেইনটি, আনার ,পেয়ারা, আমলকি, বাদাম, আকাশমনি , মেহগনি, গর্জন, সেগুন, গামারী গাছসহ বিভিন্ন বনজ, ফলজ ঔষধি গাছের দ্বারা বিতরণ ও রোপণ করা হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম উত্তর জেলা, সীতাকুণ্ড যুব উন্নয়ন অধিদপ্তরের অধীন নিবন্ধিত সংগঠন সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন, আদর্শ ছাত্র ও যুব সমাজ, আন্তর্জাতিক সেবা সংগঠন লিও ক্লাব অব চিটাগং সীতাকুন্ড, জাতীয় শিশু কিশোর সংগঠন ফুল কুঁড়ি আসর, মানবতা ফাউন্ডেশন, আলোর দিশারী সামাজিক সংগঠন, রক্তের বন্ধনে, মানবিক নড়ালিয়া, সীতাকুন্ড ইয়উথ স্পোর্টস বয়েজ স্পোর্টিং ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের মাঝে ৩০০০ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমএ ইলাহী আরাফাতের সঞ্চালনায় ও সহ-সভাপতি (প্রকল্প) মোঃ নুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন মোঃ গিয়াস উদ্দিন, অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর পরিচালক প্রশাসন প্রভাষক মোঃ নাজিমুজ্জামান রাশেদ, সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের সদ্য সাবেক সভাপতি মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক মোঃ নুর উদ্দিন, আদর্শ ছাত্র ও যুব সমাজের পরিচালক মানবিক আনসার মোহাম্মদ সরোয়ার উদ্দিন নিরব, লিও ক্লাব অব চিটাগাং সীতাকুন্ডের সভাপতি মোঃ মিনহাজ উদ্দিন, আলোর দিশারী সামাজিক সংগঠনের সভাপতি মোঃ কামাল উদ্দিন, মানবিক নড়ালিয়া সাবেক সভাপতি ও পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আবু জাফর, মানবতা ফাউন্ডেশনের সভাপতি মোঃ রনি খান, রক্তর বন্ধনে সীতাকুন্ডের সভাপতি মোঃ রাজু ও সীতাকুন্ড যুব ব্লাড ফাউন্ডেশন এর সহ-সভাপতি মোঃ আব্দুল মান্নান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *