সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
চট্টগ্রাম ইউনিভারসিটি রসায়ন বিভাগের প্রফেসার ড.নাছির উদ্দিনের পিতা আবুল কাসেম (প্রকাশ-কাশেম মাষ্টার)্আজ শুক্রবার রাত ৮টায় বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাহে রাজিউন)।
ছোট কুমিরা,পাথর পাড়া গ্রামে আগামীকাল সকালে জানাযা শেষে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি ১ছেলে ২মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে যান।
শোক প্রকাশঃ
কুমিরা পাথার পাড়াস্থ বিশিষ্ট সমাজ সেবক মো আবুল কাসেম এর মৃত্যুেতে শোক প্রকাশ করেছে এসএ চৌধুরী ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব নুরুল আবছার চৌধুরী,সভাপতি জাফর আহমদ,সদস্য মাওঃ নুরুন্নবী,সাংবাদিক জাহাঙ্গীর আলম বিএসসি ও শিক্ষকবৃন্দ।
নেতৃবৃন্দরা শোকাহত পরিবারের প্রতিসমবেদনা জানিয়েছন।
