বার আউলিয়া প্রতিনিধি, সীতাকুণ্ড টাইমসঃ
সীতাকুণ্ড উপজেলার হযরত পীর বার আউলিয়া (রঃ) ও আল্লামা হযরত আবদুর রশীদ আল-মাদানী (রঃ) এর বার্ষিক ওরশ শরীফ আগামী ৩ অক্টোবর বুধবার ২২ শে মহররম দরগাহ্ শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে ওরশ শরীফ পরিচালনা কমিটি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বাদে ফজর-গরু, মহিষ ও ছাগল ইত্যাদি জবেহ, বাদে যোহর-খতমে কোরআন, তাহলিল, জিকির আজকার, হযরত পীর বার আউলিয়া(রঃ) এর জীবণী আলোচনা, বাদে মাগরীব মিলাদ মাহফিল , বাদে এশা তবারক বিতরণ।
মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদ সদস্য, আলহাজ্ব মোহাম্মদ দিদারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহমেদ।
প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত থাকবেন, আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দঃ) এর সভাপতি ও হযরত বায়েজীদ বোস্তামী (রঃ)দরগাহ জামে মসজিদ এর খতিব পীরে ত্বরীকত হযরতুল আল্লামা আলহাজ্ব শাহ্ছুফি মাওলানা ছাদেকুর রহমান হাশেমী (মাঃ জিঃ আঃ)।
সভাপতিত্ব করবেন হযরত পীর বার আউলিয়া (রঃ) দরগাহ্ ওয়াক্ফ এস্টেট এর প্রধান খাদেম সৈয়দ মোঃ আকবর। মাহফিল পরিচালনা করবেন, হযরত পীর বারআউলিয়া দরগাহ্ শরীফ এবতেদায়ী মাদ্রাসা ও হেফজখানার সুপারঃ আলহাজ মাওলানা সৈয়দ মোঃ শাহ্ এমরান বোখারী।
এছাড়াও ওরশ শরীফে দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম ও বুজুর্গানে দ্বীন তশরীফ আনিবেন।
সকল ধর্ম প্রাণ ভাই-বোন এবং বাবাজানের আশেকান ও ভক্তদের ওরশ শরীফে শরীক হয়ে বার আউলিয়া (রঃ) এর ফয়েজ ও দো-জাহানের অশেষ সওয়াব হাসিল করার জন্য জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে হযরত পীর বার আউলিয়া (রঃ) দরগাহ্ ওয়াক্ফ এস্টেট এর আম-মোক্তার মোতাওয়াল্লী আলহাজ্ব এস.এম মাকছুদুল আলম বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।